জীবনের নতুন ইনিংসের পথে পিভি সিন্ধু! চলতি মাসেই হবে বিয়ে, হবু স্বামীর IPL-এর সাথে রয়েছে যোগ

বাংলা হান্ট ডেস্ক: এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু (PV Sindhu)। গত ২ ডিসেম্বর অর্থাৎ সোমবার রাতেই এই সম্পর্কিত সুখবর সামনে এসেছে। এদিকে, এই বিষয়টি প্রকাশ পাওয়ার পরেই সকলেই জানতে চাইছেন যে দু’বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু কাকে বিয়ে করছেন? এর পাশাপাশি কবে তাঁর বিবাহ সম্পন্ন হবে এই বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন সকলে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

চলতি মাসেই বিয়ে পিভি সিন্ধুর (PV Sindhu):

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, উদয়পুরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ভেঙ্কট দত্ত সাইকে বিয়ে করতে চলেছেন ২৯ বছরের পিভি সিন্ধু (PV Sindhu)। আগামী ২০ ডিসেম্বর থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন ২২ ডিসেম্বর। এর পাশাপাশি ২৪ ডিসেম্বর হায়দ্রাবাদে একটি জমকালো রিসেপশনের আয়োজন করা হবে বলেও জানা গিয়েছে। মূলত, সিন্ধুর পরিবার সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়। জানিয়ে রাখি যে, আগামী জানুয়ারি থেকে ট্রেনিং শুরু করতে চলেছেন সিন্ধু। তার আগে ডিসেম্বরেই সম্পন্ন হতে চলেছে তাঁর বিয়ে।

PV Sindhu is going to get married.

ভেঙ্কট দত্ত সাই কে: প্রসঙ্গত উল্লেখ্য যে, সিন্ধুর (PV Sindhu) হবু স্বামী ভেঙ্কট দত্ত সাই হায়দ্রাবাদের বাসিন্দা এবং বর্তমানে হায়দ্রাবাদের পসিডেক্স টেকনোলজিসের কার্যকরী নির্দেশক। তিনি একজন অভিজ্ঞ ব্যবসায়িক উদ্যোক্তা। যিনি ফাইন্যান্স থেকে শুরু করে ডেটা সায়েন্স এবং অ্যাসেট ম্যানেজমেন্টের ক্ষেত্রে নিজের ছাপ রেখেছেন। দত্ত সাই ফ্লেম ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে BBA করেছেন। এছাড়াও তিনি বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারে উদ্বিগ্ন ইস্টবেঙ্গল! নিতে চলেছে বড় পদক্ষেপ

ভেঙ্কট দত্ত সাইয়ের মোট সম্পদ: জানিয়ে রাখি যে, ভেঙ্কট দত্ত সাই-এর মোট সম্পত্তির তথ্য এখনও প্রকাশিত হয়নি। তিনি তাঁর কেরিয়ারের অনেকটা সময় জুড়ে চাকরি করেছেন। যদিও তিনি নিজেকে একজন “অ্যাঞ্জেল ইনভেস্টার” হিসেবে বিবেচিত করেন। তাঁর মোট সম্পদ সম্পর্কে অনলাইনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। যদিও, ফোর্বস অনুসারে, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত, পিভি সিন্ধুর (PV Sindhu) মোট সম্পদ ছিল ৭.১ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯ কোটি টাকা।

আরও পড়ুন: ভয়াবহ কাণ্ড! ফুটবল ম্যাচে রেফারির সিদ্ধান্তে শুরু বিতর্ক, সমর্থকদের মধ্যে সংঘর্ষে মৃত ১০০ জনেরও বেশি

IPL-এর সাথে ভেঙ্কট দত্ত সাই-এর সংযোগ: সবথেকে অবাক করা বিষয় হল ভেঙ্কট দত্ত সাইয়ের সাথে IPL-এর একটা অদ্ভুত সংযোগ রয়েছে। তিনি, রীতিমতো একটি দল পরিচালনার সাথে যুক্ত রয়েছেন। এই দলটি দিল্লি ক্যাপিটালস হতে পারে। কারণ তিনি তাঁর লিঙ্কডইনে লিখেছেন যে তিনি JSW গ্রুপের সাথে কাজ করেছেন। এই সংস্থাটি দিল্লি ক্যাপিটালসের কো-ওনার। তিনি তাঁর বায়োতে লিখেছেন যে, “ফাইন্যান্স এবং ইকোনমিক্সে আমার BBA ডিগ্রি একটি IPL দল পরিচালনার তুলনায় অনেকটাই কম। কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে আমি এই উভয় অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর