ধারেকাছে নেই অন্য কেউ! সিন্ধুই হলেন দেশের সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদ, চমকে দেবে সম্পত্তির পরিমাণ

বাংলা হান্ট ডেস্ক: পি ভি সিন্ধু (PV Sindhu)……… নাম তো শুনাহি হোগা। এনাকে চেনে না এমন ব্যক্তি খুব কমই আছেন। ভারতের গর্ব তিনি, ভারতের মান তিনি। যার র‍্যাকেটের ছোঁয়ায় কোর্টে ওঠে বিধ্বংসী ঝড়। বিরোধী দল হয় কুপোকাত। বলা যায় টেনিসের রানী পিভি সিন্ধু। হায়দ্রাবাদি কন্যার ব্যাডমিন্টন খেলা আজ গোটা বিশ্বের কাছে পৌঁছে গিয়েছে। তবে তাঁর র‍্যাকেটের জাদুতে শুধু মাঠেই ঝড় ওঠেনি, ঝড় উঠেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। বিন্দু বিন্দু করে ভরিয়েছে লকারের সিন্ধু। আজ এই ক্রীড়াবিদ দেশের সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদ। সিন্ধুর সিন্দুক দেখলে থ হয়ে যাবেন। অনায়াসে টক্কর দেবে বড় বড় বিত্তশালী ব্যক্তিদের।

দেশের সবচেয়ে ধনী মহিলা ক্রীড়াবিদ পিভি সিন্ধু (PV Sindhu):

ব্যাডমিন্টন খেলে আজ যেমন তিনি যশ খ্যাতি ভালোবাসা অর্জন করেছেন। পাশাপাশি অর্জন করেছেন, বিপুল সম্পত্তি। দুবারের অলিম্পিক পদক জয়ী এখন বিত্তশালী মহিলা। সম্প্রতি ফোবর্সের তালিকা প্রকাশিত হয়। সেই তালিকা অনুযায়ী, বছর ২৯-এর এই ক্রীড়াবিদ মোট ৫৯ কোটি টাকার মালকিন। ফোবর্সের প্রকাশিত, তালিকা থেকে জানা গিয়েছে তামড়আয়ের পরিমাণ। ২০১৮ সালে সিন্ধুর (PV Sindhu) আয় ছিল ৮.৫ মিলিয়ন ডলার, ২০১৯ সালে তা কমে হয় ৫.৫ মিলিয়ন ডলার। পরবর্তীতে তা আবার বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৭.১ মিলিয়ন ডলার। দেশের এত বড় মাপের খেলোয়াড়ের এমন আয় তো আশাই করা যায়।

PV Sindhu is one of the richest athletes in the country.

শুধু সম্পত্তি নয় রয়েছে বিলাসবহুল গাড়ি, বাড়ি: হায়দ্রাবাদে রয়েছে সিন্ধুর (PV Sindhu) প্রাসাদসম বাড়ি। বাড়ির চাকচিক্য বলে দেবে তাঁর আয়ের পরিমাণ। এখনো পর্যন্ত দেশের “হায়েস্ট পেড” মহিলা ক্রীড়াবিদ তিনি। বাড়ির প্রতিটি কোণার ইন্টেরিয়র ডিজাইনও দেখার মত। গ্যারেজ ভর্তি রয়েছে একের পর এক আলিশান গাড়ি। রয়েছে বিএমডব্লিু এক্স ৫। যা বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ী হওয়ার পরে অভিনেতা নাগার্জুন উপহার হিসেবে তুলে দিয়েছিলেন তাঁর হাতে। এছাড়াও প্রাক্তন ক্রিকেটার শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) কাছ থেকে উপহার হিসেবে পান বিএমডব্লিুউ ৩২০ডি। আনন্দ মাহিন্দ্রার কাছ থেকে সিন্ধু পেয়েছেন মাহিন্দ্রা থার। সবমিলিয়ে, তার গ্যারেজ গাড়িতে ভর্তি।

আরও পড়ুনঃ ‘হিন্দু-মুসলমান সংঘর্ষ হচ্ছে না! বাংলাদেশ ইস্যুতে উল্টো সুর কংগ্রেস নেতা অধীরের

তবে এই এত টাকার উৎস কি শুধুই ব্যাডমিন্টন: ব্যাডমিন্টন ছাড়াও পিভি সিন্ধুর (PV Sindhu) আরো বিশেষ কিছু উৎস রয়েছে যেখান থেকে তিনি মোটা অংকের টাকা উপার্জন করে থাকেন। তথ্যসূত্রে জানা গিয়েছে, ব্যাডমিন্টনে গগনচুম্বি সফলতা পাওয়ার পর অনেক কোম্পানি তার সঙ্গে কাজ করার জন্য এগিয়ে আসে। সূত্র মারফত জানা যায়, ২০১৯ সালে লিং নিংয়ের সঙ্গে চার বছরের চুক্তি করেন সিন্ধু। আর এই চুক্তির পরিবর্তে প্রায় ৫০ কোটি টাকা পান তিনি। শুধু তাই নয় একই সাথে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন তিনি। আর এগুলি তার আয়ের পথ আরো সম্প্রসারণ করছে।

আরও পড়ুনঃশুধু পাকিস্তান নয়, এবার ঋণের দায়ে “কাঙাল” হওয়ার পথে আমেরিকাও! মাথায় হাত ট্রাম্পের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পিভি সিন্ধু: প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের এই ব্যাডমিন্টন তারকা খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন। সম্প্রতি এই বিষয়টিই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভেঙ্কট দত্ত সাঁইয়ের সঙ্গে সাত পাক ঘুরবেন তিনি। পোসাইডেক্স টেকনোলজিস সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন তাঁর স্বামী। আগামী ২০ ডিসেম্বর রাজস্থানের (Rajasthan) উদয়পুরে বসতে চলেছে বিয়ের জমজমাট আসর। তবে শুভ বিবাহ সম্পন্ন হবে ২২শে ডিসেম্বর। এরপর হায়দ্রাবাদে গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসার পর পিভি সিন্ধুর (PV Sindhu) ভক্তরা বেশ উচ্ছাসিত। অনেকেই তাকে বিয়ের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর