প্রকাশিত হলো কাতার বিশ্বকাপের গ্রূপ বিন্যাস, গ্রূপপর্বেই মুখোমুখি জার্মানি ও স্পেন, সহজ গ্রূপে ব্রাজিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। তার আগে আজই প্রকাশিত হল ২০২২ ফুটবল বিশ্বকাপের গ্রূপবিন্যাস। আসুন চোখ বুলিয়ে নেওয়া যাক….

Qatar world cup group

ছবিটি দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন গ্রূপপর্বের সবচেয়ে বড় ম্যাচ হচ্ছে ‘ই’ গ্রূপের জার্মানি বনাম স্পেন ম্যাচ। এই ম্যাচটিই গ্রূপপর্বের সবচেয়ে হেভিওয়েট ম্যাচ হতে চলেছে। এছাড়া ওই গ্রূপে রয়েছে জাপানের মতো এশিয়ার সেরা ফুটবল খেলিয়ে দেশ, তাই ‘ই’ গ্রূপটিকেই এই “গ্রূপ অফ ডেথ” বলা যেতে পারে।

এছাড়া সি গ্রূপে একসাথে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ড। ধারেভারে আর্জেন্টিনা অনেক এগিয়ে থাকলেও বিগত দুই বছরের ব্যালন ডি-ওর জয়ীদের দ্বৈরথ দেখতে উন্মুখ হয়ে থাকবে ফুটবলবিশ্ব।

তুলনামূলক সহজ গ্রূপ পেয়েছে ব্রাজিল। গ্রূপের সার্বিয়া এবং সুইটজারল্যান্ডের মতো জায়েন্ট কিলারদের গত বিশ্বকাপেও একই গ্রূপে পেয়েছিল ব্রাজিল। সঙ্গে রয়েছে আফ্রিকা থেকে একগাদা বিতর্কের সাথে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা ক্যামেরুন। অপরদিকে কিছুটা কঠিন গ্রূপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ২০১৮ বিশ্বকাপে পর্তুগালকে “শেষ ষোলো” পর্ব থেকে এলিমিনেট করা লুইস সুয়ারেজ, এডিনসন কাভানির উরুগুয়ে এবার তাদের সাথে একই গ্রূপে। সেইসঙ্গে রয়েছে ২০১৮ বিশ্বকাপে জার্মানিকে এলিমিনেট করা সন হিউন মিং-য়ের কোরিয়া রিপাবলিক। তাদের সাথে থাকবে জায়েন্ট কিলার আফ্রিকান দেশ, ঘানা। ২০১০ বিশ্বকাপে উরুগুয়ের সুয়ারেজের ঘানার বিরুদ্ধে করা বিতর্কিত হ্যান্ডবল করে গোল বাঁচানো ফুটবলপ্রেমীদের ভালোই মনে থাকবে। সুয়ারেজ সেবার লাল কার্ড দেখলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ায় ঘানার বিশ্বকাপ যাত্রা ওখানেই শেষ হয়। তারা পুরনো হিসেব মেটাতে চাইবে। ফলে লড়াই একেবারেই সহজ হবে না।

গ্রূপ ডি, গ্রূপ ই এবং গ্রূপ বি-এর একটি করে জায়গা এখনও ভরাট আছে। গ্রূপ বি-তে যোগ দেবে ওয়েলস, স্কটল্যান্ড বা উইক্রেনের মধ্য থেকে যে কোনও একটি দেশ। সেই এবং গ্রূপ ডি, গ্রূপ ই-এর দেশ গুলি কারা হবে তা জানা যাবে জুন মাসে। ২১শে নভেম্বর থেকে আরম্ভ হবে এই ফুটবল বিশ্বকাপ এবং ফাইনাল হবে ১৮ ই ডিসেম্বর।


Reetabrata Deb

সম্পর্কিত খবর