কেমন হলো বিতর্কিত কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান? জানুন বিস্তারিত  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রয়েছে হাজারটা বিতর্ক। যেভাবে পরিযায়ী শ্রমিকদের অমানুষিক পরিশ্রম করিয়ে কাতারকে আজ বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তোলা হয়েছে সেই নিয়ে রয়েছে হাজারটা বিতর্ক। সেই সঙ্গে কাতার সরকারের মানবাধিকার হরণকারী হাজারটা পদক্ষেপ নিয়ে তো একাধিক বিতর্ক রয়েছে। তার মধ্যেই আজ ভারতীয় সময় সন্ধ্যা ৮ টায় কাতারের আল বায়াত স্টেডিয়ামে সম্পন্ন হল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।

এই উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছেন বিটিএস গায়ক জং কুক। নিজের নতুন ট্র্যাক ‘ড্রিমার্স’ গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সে করে নিন্দুকেরা যথেষ্ট ব্যঙ্গ করেছিলেন তাকে। কিন্তু এখন সংখ্যাগরিষ্ঠের মন কাড়তে সক্ষম হয়েছেন তিনি।

তার আগে হলিউডের খ্যাতনামা তারকা মর্গ্যান ফ্রিম্যান ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে তার আশা, ঐক্য এবং সহনশীলতার বার্তা সকলের সামনে অসাধারণ ভাবে তুলে ধরেছিলেন। তার সঙ্গে অনুষ্ঠানটি শুরুর সময় আগের সকল বিশ্বকাপের ট্র্যাক বাজিয়ে একটি মোহময়ী পরিবেশ তৈরি করা হয়েছিল।

রবিবার কাতারের আল খোর আল বায়ত স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। তবে মর্গ্যান ফ্রিম্যান এবং জং কুক তাদের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে অনুষ্ঠানস্থলে ভক্তদের একটি দুর্দান্ত সময় উপহার দিয়েছিলেন। তার আগে ফ্রান্স কিংবদন্তি মার্সেল ডেসাইলি ভক্তদের সামনে বিশ্বকাপ ট্রফি তুলে দেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর