সুপ্রিম কোর্টে চলছে মামলা, এরই মাঝে SSC নিয়ে বিরাট আপডেট, কী জানা যাচ্ছে?

   

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগের দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ (SSC Recruitment Scam) সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। যেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছিল রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হাই কোর্টের নির্দেশের উপরে ১৬ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। আপাতত যোগ্য-অযোগ্য মিলিয়ে বহাল রয়েছে সকলের চাকরি। এরই মাঝে এবার নয়া দাবিতে তোলপাড়।

যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মধ্যে বিভাজন হলে প্রতিবন্ধী যোগ্য শিক্ষকদের আলাদা তালিকা তৈরী করতে হবে। এবার এই দাবি জানিয়ে সরব ২০১৬ সালের এসএসসি-তে চাকরি পাওয়া প্রতিবন্ধী শিক্ষকেরা। বুধবার সল্টলেকের এসএসসি ভবনে অভিযানও চালান তারা। যা নিয়ে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়।

প্রতিবন্ধী শিক্ষকেরা করুণাময়ী থেকে এসএসসি ভবনের দিকে যেতেই তাদের আটকে দেয় পুলিশ। তাদের থেকে আট জন প্রতিনিধি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন। যেহেতু এসএসসি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই প্রতিবন্ধী শিক্ষকদের দাবি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি কমিশন।

নিজেদের দাবি নিয়ে ‘অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক গৌতম মাজি জানান, ‘‘SSC-র চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছি। যোগ্য-অযোগ্য বিভাজন করে প্রতিবন্ধী শিক্ষকদের আলাদা তালিকা দেওয়ার দাবি জানিয়েছি। যোগ্যদের ওএমআর শিট প্রকাশ করতে হবে।’’

ssc 2 1

আরও পড়ুন: উত্তাল সমুদ্র! ঘন ঘন পড়বে বাজ! শনি-রবিতে তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে: সতর্কতা জারি

নিজেদের দুর্দশার কথা জানিয়ে কয়েক জন দৃষ্টিহীন শিক্ষক বলেন, ‘‘অনেক কষ্টে পরীক্ষা দেওয়ার জন্য রাইটার পেয়েছিলাম। বহু বাধা পেরিয়ে শিক্ষকতার চাকরি পেয়েছি। আদালতের রায়ে কার্যত পথে বসার অবস্থা।’’ গত এপ্রিল মাসে হাইকোর্টের রায়ে ২০১৬ শাকের গোটা প্যানেল বাতিল হওয়ায় এক ধাক্কায় বিপাকে পড়েছেন প্রায় ২৬০০০. আপাতত সকলের চাকরি বহাল থাকলেও তা রীতিমতো সুতোর ওপর ঝুলছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর