চরমে পৌঁছে গেল ইস্টবেঙ্গল ও কোয়েসের দ্বন্দ্ব। বিশ্বজুড়ে করোনা ভাইরাস দাপট দেখাচ্ছে। করোনা ভাইরাসের জন্য জরুরিকালীন পরিস্থিতির অজুহাত দেখিয়ে কোয়েসের তরফে চুক্তির একমাস আগেই ইস্টবেঙ্গল ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ করে দেওয়া হল। চুক্তি অনুযায়ী মে মাসে ফুটবলারদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের কিন্তু কোয়েস কর্তা সঞ্জীব সেন ই-মেল মারফত ইস্টবেঙ্গল ফুটবলারদের জানিয়ে দিয়েছে যে এপ্রিল মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এরফলে মে মাসে আর কোনো প্রকার বেতন দেওয়া হবে না ফুটবলারদের।
ফুটবলারদের সঙ্গে মে মাস পর্যন্ত ইস্টবেঙ্গলের চুক্তি ছিল ততদিন পর্যন্ত ফুটবলারদের বেতন দেওয়ার কথা কোয়েসের। কিন্তু তার একমাস আগেই ফুটবলারদের সঙ্গে চুক্তি ভঙ্গ করে দিল কোয়েস ফলে ফুটবলাররা আর বেতন পাবেন না। এই নিয়ে আপত্তি জানিয়ে ইস্টবেঙ্গল কর্তারা কোয়েসের সাথে জরুরি বৈঠকে বসেন কিন্তু সেই বৈঠকে কোনো সমাধান বের করতে পারে নি ইস্টবেঙ্গল।
এইভাবে মাঝপথে চুক্তি ভঙ্গ করে দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ফুটবলাররা আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন। এই প্রসঙ্গে কোয়েসের দাবি, ‘করোনার জন্য এই মুহূর্তে পুরো বিশ্বের অবস্থা আশঙ্কাজনক, এমন পরিস্থিতিতে সংকটজনক অবস্থা ফুটবলেরও। ফিফা নিজেই ফুটবলারদের নির্দেশ দিয়েছে এই কঠিন পরিস্থিতিতে ফুটবলাররা যাতে কম বেতন নেন। তাই এই ব্যাপারে যদি ইস্টবেঙ্গল ফুটবলাররা ফিফায় অভিযোগ জানায় তাহলে তাতে খুব একটা অসুবিধা হবে বলে মনে করেন না কোয়েস কর্তারা।