কত টাকার সম্পত্তি রেখে গেলেন ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথ? পরিসংখ্যান জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: গত বৃহস্পতিবার চিরঘুমের দেশে পাড়ি দিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। স্কটল্যান্ডের বালমারোলের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৫২ সালে দ্বিতীয় এলিজাবেথ তাঁর পিতা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ২৫ বছর বয়সে ব্রিটেনের শাসনভার গ্রহণ করেছিলেন।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেন ছাড়াও আরও ১৫ টি দেশের রানি ছিলেন। এমতাবস্থায়, রানির প্রয়াণের পর তাঁর মোট সম্পদের পরিমানকে ঘিরে সর্বত্রই তুমুল জল্পনা শুরু হয়েছে। বর্তমান প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

উঠে এসেছে আনুমানিক হিসেব: রানি দ্বিতীয় এলিজাবেথ বা রাজপরিবারের অন্য কোনো সদস্য কখনও তাঁদের আয় বা সম্পদসংক্রান্ত পরিসংখ্যান সামনে না নিয়ে এলেও ইতিমধ্যেই বিভিন্ন প্রতিবেদনে কিছু পরিসংখ্যান সামনে আসছে। এই প্রসঙ্গে গুডটু ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে, ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের আনুমানিক সম্পদের পরিমান ছিল ৩৬৫ মিলিয়ন পাউন্ড বা ৩৩.৩৬ বিলিয়ন টাকার বেশি। অপরদিকে, সানডে টাইমসের ধনকুবেরদের তালিকা অনুযায়ী, ২০২০ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের মোট সম্পদ ছিল ১৫ মিলিয়ন পাউন্ডের বেশি। এদিকে, ফোর্বস ম্যাগাজিনের মতে, পুরো রাজপরিবারের মোট সম্পদের পরিমান হল ৭২.৫ বিলিয়ন পাউন্ড বা ৬,৬৩১ বিলিয়ন টাকারও বেশি।

রানির আয়ের উৎস: ব্রিটিশ রাজপরিবারের আয়ের প্রধান উৎস হল করদাতাদের আয়। একে বলা হয় সার্বভৌম গ্র্যান্ড। এটি রাজপরিবারকে বার্ষিক ভিত্তিতে দেওয়া হয়। রাজা তৃতীয় জর্জের সময় এই অনুদান শুরু হয়েছিল। তিনি সংসদে একটি চুক্তির আওতায় এই অনুদানের ব্যবস্থা করেছিলেন। এই চুক্তিটি ব্রিটেনের ইতিহাসে সিভিল লিস্ট নামে পরিচিত ছিল। ২০১২ সালে, এটি সার্বভৌম অনুদান দ্বারা প্রতিস্থাপিত হয়। এদিকে, লন্ডন ছাড়াও স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডেও রাজপরিবারের সম্পত্তি রয়েছে। এগুলি হল রানির ব্যক্তিগত সম্পত্তি যা বিক্রি করা যায় না। তবে তাঁর উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত করা যাবে।

queen elizabeth ii ftr

সংগ্রহে রয়েছে ১০ লক্ষেরও বেশি দ্রব্য: উল্লেখ্য যে, রানির সম্পত্তির মধ্যে রয়েছে একাধিক অমূল্য শিল্পকর্ম, হিরে এবং গহনা, বিলাসবহুল গাড়ি, রাজকীয় স্ট্যাম্প কালেশন ও ঘোড়া। এছাড়াও, রয়েল কালকেশনে রয়েছে প্রায় ১০ লক্ষেরও বেশি দ্রব্য। যেগুলির আনুমানিক মূল্য হল ১০ ট্রিলিয়ন টাকা। জানা গিয়েছে, এই সম্পত্তিগুলি ব্রিটেনের একটি ট্রাস্টের কাছে রয়েছে। এদিকে, ব্রিটেনের নতুন রাজা কিং চার্লসের বার্ষিক আয় সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, তিনি প্রতি বছর Duchy of Cornwall থেকে প্রায় ২১ মিলিয়ন পাউন্ড আয় করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর