এই জিনিসটা মেয়েরা জীবনে একবার আর ছেলেরা বহুবারই করে! উত্তর শুনে মাথা চুলকোবেন

বাংলাহান্ট ডেস্ক : চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ (Interview) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বর্তমান সময়ে ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকেই চাকরি করে স্বাবলম্বী হতে চায়। চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজন হয় যোগ্যতার। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইন্টারভিউ রাউন্ডে আমাদের উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেওয়া হয়।

বর্তমানে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে এই ইন্টারভিউ রাউন্ডের প্রশ্ন ভাইরাল হয়েছে। এই ইন্টারভিউ রাউন্ডের প্রশ্নগুলি একদিকে যেমন মজার অন্যদিকে বেশ বুদ্ধির। সাধারণত পরীক্ষকরা প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য সহজ প্রশ্ন উল্টো করে ধরেন। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি যা আপনাকে ইন্টারভিউ রাউন্ডে উত্তীর্ণ হতে সাহায্য করবে।

1. প্রশ্নঃ কে পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘণ্টা সময় নেয়?
উত্তর : ভাবতেই পারেন কচ্ছপ জাতীয় কিছু, কিন্তু না। আসল উত্তর ঘণ্টার কাঁটা।
2. প্রশ্ন: হলুদ ও নীল রংকে একসঙ্গে মেশালে কোন রং পাওয়া যাবে?
উত্তর: সবুজ।
3. প্রশ্নঃ আচ্ছা বলুন কোন দেশ প্রথম আবিষ্কার করে যে, চাঁদে জল আছে?
উত্তর: আপনার উত্তর যদি আমেরিকা হয় তাহলে আপনি একেবারেই ভুল, কারণ আসল উত্তর হলো আমাদের নিজেদের দেশ ভারত।
4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?
উত্তরঃ পার্স।
5. প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তরঃ শরৎকালে।

personality development tips 5 body language mistakes to avoid in interview compressed

6. প্রশ্ন: ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন?
উত্তর: আন্না রমজান মালহোত্রা।
7. প্রশ্ন: এমন কোন জিনিস রয়েছে যা সোনার তৈরি কিন্তু স্বর্ণকারের দোকানে পাওয়া যায় না?
উত্তরঃ সোনার খাট।
8. প্রশ্নঃ সিগারেটকে বাংলায় কী বলে??
উত্তর: ধূমপান দণ্ড।
9. প্রশ্নঃ যে জিনিসটি মাসে একবার আসে এবং 24 ঘন্টা পূর্ণ হলে চলে যায় তাকে কী বলে?
উত্তরঃ তারিখ।
10. প্রশ্নঃ কী এমন জিনিস যা মেয়েরা একবারই করে, ছেলেদের বারবার করতে হয়?
উত্তরঃ শ্মশান যাত্রা (ধর্মীয় বিধি-নিষেধ অনুযায়ী মহিলারা শ্মশান যাত্রা করতে পারেন না। একমাত্র মৃত্যুর পরই মহিলারা শ্মশানে যেতে পারেন। যদিও বর্তমান সময়ে এই ধারা পরিবর্তিত হয়েছে)।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর