বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সোশ্যাল মাধ্যমে আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের (Interview) প্রশ্ন ও উত্তর দেখতে পাচ্ছি। আমাদের চাকরি পাওয়ার জন্য এই ইন্টারভিউ এর প্রশ্ন ও উত্তর জানা খুবই জরুরী। অনেক সময় ইন্টারভিউ রাউন্ডে এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেগুলি উপস্থিত বুদ্ধি ছাড়া দেওয়া সম্ভব নয়।
তাই যারা চাকরির চেষ্টা করছেন তাদের অবশ্যই এই প্রশ্ন ও উত্তরগুলি জেনে রাখা উচিত। সঠিক উত্তর না জানা থাকলে চাকরিপ্রার্থীরা ইন্টারভিউ রাউন্ড থেকেই বাদ হয়ে যেতে পারেন। তাই বেশি দেরি হয়ে যাওয়ার আগে এক নজরে কিছু ইন্টারভিউ রাউন্ডের প্রশ্ন ও উত্তর দেখে নিন।
1. প্রশ্ন: সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহটির নাম কি?
উত্তর:- ইউরেনাস এর উষ্ণতা -২২৪° সেলসিয়াস।
2. প্রশ্ন: পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর:- ভুটান।
3. প্রশ্নঃ ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, বর্তমান ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে?
উত্তর:- জগমোহন রেড্ডি (অন্ধ্রপ্রদেশ)।
4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?
উত্তরঃ পার্স।
5. প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তরঃ শরৎকালে।
6. প্রশ্ন: ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন?
উত্তর:- আন্না রমজান মালহোত্রা।
7. প্রশ্ন: কোন রাজ্যের গোল্ড চিত্রকলা GI ট্যাগ পেলো?
উত্তর:- মধ্যপ্রদেশ
8. প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘সমুদ্রের দান’ বলা হয়?
উত্তর:- কেরালা।
9. প্রশ্নঃ যে জিনিসটি মাসে একবার আসে এবং 24 ঘন্টা পূর্ণ হলে চলে যায় তাকে কী বলে?
উত্তরঃ তারিখ।
10.প্রশ্নঃ মেয়েরা কোন কাজটা ছেলেদের সাথে ছাড়া করতে পারে না?
উত্তরঃ বিয়ে (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।