বাংলাহান্ট ডেস্ক : চাকরি পাওয়ার জন্য আমাদের প্রত্যেককেই ইন্টারভিউ রাউন্ডের মাধ্যমে যেতে হয়। পরীক্ষায় পাশ করলেও ইন্টারভিউ অনেক সময় আমাদের বাধা হয়ে দাঁড়ায়। তাই অনেকেই আছেন যারা এই ইন্টারভিউ রাউন্ড প্র্যাকটিস করেন। কিন্তু কিছু প্রশ্নের উত্তর এমন থাকে যা আমাদের অজানা।
অনেক সময় ইন্টারভিউয়ে (Interview) ঘুরিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। তখন এটি বিভ্রান্তিকর একটি বিষয় হয়ে দাঁড়ায়। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্ঞানের থেকেও বেশি দরকার হয় উপস্থিত বুদ্ধির। আমরা এমন কিছু প্রশ্ন ও তার উত্তর তুলে ধরব যা আপনাকে ইন্টারভিউ পাশ করতে সাহায্য করবে।
১)ফেবিকল যে বোতলে ভরা থাকে তার সাথে লেগে যায় না কেন?
:- আসলে ফেভিকল বাতাসের সংস্পর্শে এলেই আটকে যায়।
২)বছরের কোন মাসে ২৮ তারিখ থাকে?
:- আসলে বছরের প্রতিটি মাসেই ২৮ তারিখ থাকে, কিন্তু বিভ্রান্ত হয়ে সবাই ফেব্রুয়ারি বলেন।
৩)সাদা বিষ কাকে বলে?
:- চিনি ।
৪)কোন দেশে নীল জিন্স পরা উপর নিষেধাজ্ঞা আছে?
:- উত্তর কোরিয়ায় জিন্স নিষিদ্ধ।
৫)বিশ্বের কোন দেশে কৃষিকাজ হয় না?
:- সিঙ্গাপুর এমন একটি দেশ যেখানে কোনও চাষবাস হয়না।
৬)কোন শব্দে ফল, ফুল ও মিষ্টি তিনটির নাম আছে?
:- ‘গোলাপ জাম’ এটি একটি মিষ্টির নাম।
৭)পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত কারো অধীনে থাকেনি?
:- নেপাল।
৮)এমন কোন বাহনের সামনের অংশ সৃষ্টি কর্তা এবং পেছনের অংশ মানুষ তৈরি করেছেন?
:- গরুর গাড়ি অথবা উটের বা ঘোড়ার গাড়ি।
৯)কোন দেশে মাত্র ৪০ মিনিট রাত থাকে?
:- নরওয়ে।
১০)কোন গ্রহে একদিন এক বছরের সমান?
:- শুক্রগ্রহ।
১১) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
:- নীলনদ
১২) গুজরাটের গির জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত?
:- সিংহ
১৩) কোন প্রাণীর পিঠে কুঁচকি আছে?
:- উট
১৪) ৩ মূল শাকসব্জির নাম বলুন?
:- বিট, গাজর এবং মূলা মূল শাকসবজি।
১৫) আচ্ছা বলুন তো কোন কাজটি মেয়েরা বসে করে, দাঁড়িয়ে করতে পারে না?
:-গরুর দুধ দোয়ানো বা কাপড় কাচা