ঠাণ্ডার মধ্যে থাকে ইংরেজি বর্ণমালার এই বর্ণটি! উত্তর শুনলে আকাশ থেকে পড়বেন

বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ইন্টারভিউয়ের (Interview) প্রশ্ন ও উত্তর বেশ ট্রেন্ডে আছে। এই প্রশ্নগুলি একদিকে যেমন বুদ্ধিমত্তার, অন্যদিকে বেশ মজার। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থেকে বেসরকারি চাকরির ইন্টারভিউ রাউন্ডে এই ধরনের অবজেক্টিভ প্রশ্ন এসে থাকে। বর্তমান সময়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

ইন্টারভিউ রাউন্ডে পাশ করলেই আমাদের চাকরি নিশ্চিত হয়। কিন্তু ইন্টারভিউ রাউন্ডের প্রশ্নকর্তারা আমাদের এমন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন যা অনেক সময় আমাদের কাছে অবাস্তব বলে মনে হয়। কিন্তু সেই সব প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে আপনারা ইন্টারভিউ রাউন্ডে ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। আজ আমরা এমনই কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

1. প্রশ্নঃ গরু দুধ দেয়, মুরগি ডিম! কিন্তু এই দুটো জিনিসই কে দেয়?
উত্তর :- দোকানদার, এছাড়াও প্ল্যাটিপাস দুধ, ডিম উভয়ই দেয়।
2. প্রশ্ন: এমন কী কাজ আছে, যা অবিবাহিত মহিলারা করলে সমাজে ছিঃ ছিঃ পড়ে যায়!
উত্তর: সিঁথিতে সিঁদুর দিলে।
3. প্রশ্নঃ শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অংশের বৃদ্ধি হয় না?
উত্তর: চোখ
4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?
উত্তরঃ পার্স।
5. প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তরঃ শরৎকালে।

interview

6. প্রশ্ন: বিশ্বে সবথেকে বেশি পোস্ট অফিস কোন দেশে আছে?
উত্তর:- ভারত।
7. প্রশ্ন: এমন কী জিনিস আছে, যেটা জল পান করলেই মরে যায়!
উত্তরঃ পিপাসা বা তৃষ্ণা।
8. প্রশ্নঃ সিগারেটকে বাংলায় কী বলে??
উত্তর: ধূমপান দণ্ড।
9. প্রশ্নঃ মেয়েরা কোন চরম মুহূর্তে তাদের পা তোলে?
উত্তরঃ কোনও উঁচু জায়গায় ওঠার সময়।
10. প্রশ্নঃ ইংরেজি বর্ণমালার কোন বর্ণ ঠাণ্ডার মধ্যে থাকে ?
উত্তরঃ B, এই বর্ণটি A আর C মধ্যে থাকে অর্থাৎ AC মাঝে থাকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর