বাংলাহান্ট ডেস্ক : প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এখনকার পড়ুয়ারা ছোট বয়স থেকেই শুরু করে দেয়। যে হারে প্রতিযোগিতা বাড়ছে তাতে চাকরি পাওয়া মোটেও সহজ কাজ নয়। সরকারি হোক কিংবা বেসরকারি, যে কোনও ক্ষেত্রেই চাকরি পাওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়। চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ের (Interview) জন্য আমাদের সাধারণ জ্ঞানের চর্চা থাকাও অত্যন্ত জরুরি।
ইন্টারভিউ রাউন্ডে এমন অনেক ধরনের সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যা আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও, তা কিন্তু মোটেও সহজ নয়। যথেষ্ট পরিমাণ চর্চা না থাকলে সেই সব সাধারন জ্ঞানের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় চাকরিপ্রার্থীদের। বর্তমান সময়ে নেট মাধ্যমে এই ধরনের বিভিন্ন সাধারন জ্ঞানিয়ে প্রশ্ন ও উত্তর ভাইরাল হচ্ছে। আজকের প্রতিবেদনে তেমনই কিছু প্রশ্ন ও উত্তর থাকল চাকরি প্রার্থীদের জন্য।
প্রশ্ন ১: ভারতে প্রথম চিনিকল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ভারতের প্রথম চিনিকলটি বিহার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন ২: আপনি কি জানেন কোন প্রাণী সবচেয়ে বেশি রেগে যায়?
উত্তর ২ – বন্য নেকড়ে হল সেই প্রাণী যা সবচেয়ে বেশি রেগে যায়।
প্রশ্ন : ভারতে সর্বাধিক ব্যবহৃত খাদ্যশস্য কোনটি?
উত্তর ৩- ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত শস্য হল চাল বা ভাত।
প্রশ্ন ৪- ভারতের কোন শহরে বৃহত্তম সুতি বস্ত্র শিল্প রয়েছে?
উত্তর : আহমেদাবাদে ভারতের বৃহত্তম সুতি বস্ত্র শিল্প রয়েছে।
প্রশ্ন ৫- বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ কোনটি?
উত্তর ৫ – বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদ্ভিদ হল বাঁশ।
প্রশ্ন ৬- কোন ফলটিতে কখনও পোকামাকড় থাকে না?
উত্তর ৬- আসলে কলা একমাত্র ফল যার মধ্যে পোকামাকড় কখনো দেখা যায় না।
প্রশ্ন ৭: ভারতের নেপোলিয়ন কে বলা হয়?
উত্তর – সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়।
প্রশ্ন ৮: ভারতের প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তর: প্রকৃতপক্ষে, ভারতের প্রাচীনতম ভাষা সংস্কৃত।
প্রশ্ন ৯: আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন কোনটি?
উত্তর – বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফা, যা সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত।
প্রশ্ন ১০ – আপনি কি বলতে পারেন যে ভারতের কোন রাজ্য চা চাষের জন্য বিখ্যাত?
উত্তর – আসাম রাজ্য ভারতে চা চাষের জন্য সবচেয়ে বিখ্যাত।
প্রশ্ন ১১ – বিশ্বের কোন দেশে জিন্স পরার জন্য মানুষ জেল খাটে?
উত্তর: উত্তর কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে জিন্স পরার জন্য জেল খাটতে হয়।
প্রশ্ন ১২: আচ্ছা বলুন তো, Police -এর ফুল ফর্ম কী?
উত্তর: Public Officer For Legal Investigations And Criminal Agencies ।