অভিষেকের কোম্পানির সম্পত্তির বিবরণ নিয়ে ধন্দ! তড়িঘড়ি ED-CBI কে ডেকে পাঠালেন বিচারপতি…

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) নির্দেশ দিয়েছিলেন ২১ সেপ্টেম্বরের মধ্যে লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও সংস্থার সমস্ত ডিরেক্টরের সম্পত্তির হিসেব (Property Details) আদালতে জমা দিতে হবে। সেই মতো জমাও পড়ে নথি। তবে এবার সেই রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠল হাইকোর্টে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সংস্থার সমস্ত ডিরেক্টরের সম্পত্তির বিবরণ নিয়ে আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি সিনহা।

সূত্রের খবর, এদিন তদন্তকারী সংস্থার জমা করা সম্পত্তির হিসেব নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তিনি বলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তির বিবরণ নিয়ে জমা দেওয়া রিপোর্টে বেশ কিছু সন্দেহ রয়েছে। এরপরেই এই বিষয় স্পষ্ট করার জন্য সিবিআই এবং ইডি আধিকারিকদের এজলাসে তলব করেছেন বিচারপতি।

জানা যাচ্ছে, আজ অর্থাৎ সোমবার বিকেলেই তদন্তকারী অফিসারদের তলব করেছেন বিচারপতি। সোমবার বিকেল চারটে বেজে পনেরো মিনিটের মধ্যে তাদের এজলাসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন: চার-পাঁচ বছর ধরে সিভিকদের বেতন চুরি! কনস্টেবলের কাণ্ডে ‘থ’ পুলিশ, আলিপুরদুয়ারে শোরগোল

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রর সূত্র ধরেই সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’র নাম উঠে আসে। এই সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষদিন জেরা শেষে ইডি অফিস থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক নিজেই জানিয়েছেন, লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও পদেই রয়েছেন তিনি।

ed, cbi

সূত্রের খবর, অভিষেকের পরিবারের একাধিক সদস্য ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন। এবার সংস্থার ডিরেক্টরের সম্পত্তির হিসেব নিয়ে শুরু টানাপোড়েন। যদিও অভিষেক অবশ্য সাফ মতোই বলেছিলেন, “ইডি যেদিন প্রথম তলব করেছিল সেদিনই আমি আমার স্থাবর ও অস্থাবর সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেনের সব তথ্য দিয়েছিলাম। তারপরও শুধুমাত্র তদন্তের নামে বারে বারে আমাদের হয়রানি করা হচ্ছে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর