বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতের দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) দুর্দান্ত ছন্দে রয়েছেন। ভারতীয় দল (Indian Cricket Team) তাদের ওপর ভর করে এই বিশ্বকাপে টগবগ করে ছুটছে তেজী ঘোড়ার মত। এই বিশ্বকাপে অসাধারণ ফর্মে থাকা নিউজিল্যান্ডকে হারানোর পর দুজনেই এই টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়েছিলেন।
কিন্তু তারা দুজন এখন সেই জায়গা হারিয়েছেন। বিরাট কোহলি সর্বোচ্চ রান সংগ্রাহকদের দৌড়ে প্রথম স্থান থেকে নেমে এসেছেন দ্বিতীয় স্থানে এবং রোহিত শর্মা নেমে গিয়েছেন তৃতীয় স্থানে। তাদের হাতে এখনো অনেকগুলি ম্যাচ রয়েছে। কিন্তু যে তাদের পেছনে ফেলেছে তিনি কিন্তু সহজে ছাড়ার পাত্র নন। এই লড়াই চলতে পারে চলতে বিশ্বকাপের নকআউট অবধি।
আর এই লড়াইয়ে রোহিত এবং কোহলির এই প্রতিদ্বন্দ্বী হলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক, ব্যাটার কুইন্টন ডি কক (Quinton de Kock)। চলতি টুর্নামেন্টে তিনটি শতরান করে ইতিমধ্যেই তিনি গোটা বিশ্বকে বার্তা পাঠিয়ে দিয়েছেন যে তাকে সামলানোটা পরবর্তী ম্যাচগুলোতেও একেবারেই সোজা হবে না। তিনি প্রথম ক্রিকেটার যিনি চলতি বিশ্বকাপে ৪০০ রানের গণ্ডি টপকে গিয়েছেন। এই বিশ্বকাপের পর আর ওডিআই ফরম্যাটে খেলবেন না ডি কক। শেষটা স্মরণীয় করে রাখতে মরিয়া তিনি।
২০২৩ ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক:
● কুইন্টন ডি কক (৪০৭)
● বিরাট কোহলি (৩৫৪)
● রোহিত শর্মা (৩১১)
● মহম্মদ রিজওয়ান (৩০২)
আরও পড়ুন: ম্যাচ জিতলেও বিশ্বকাপে ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন রোহিত! অবশেষে নিজের দোষ দেখতে পেলেন হিটম্যান
বিরাট কোহলি ও রোহিত শর্মার সঙ্গে ডি ককের সাক্ষাৎ হবে আগামী মাসে। কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ভারতীয় দল চলতি টুর্নামেন্টে সবচেয়ে কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেদিন। ২০১১ সালে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলেও তাদেরকে দক্ষিণ আফ্রিকার কাছে হার শিকার করতে হয়েছিল। এবার যাতে তেমনটা না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে রোহিত শর্মাকে।