আরজিকর কাণ্ডের জের! অবশেষে বিরাট শাস্তির মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজিকর (R G Kar) কাণ্ডে তোলপাড় রাজ্য। কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার (Doctor Rape and Murder Case) ইতিমধ্যেই সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh former principal of R G Kar)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারবার তলব করা হচ্ছে তাকে। এরই মাঝে এবার সন্দীপবাবুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল WBOA।

শাস্তির মুখে আর জি করের (R G Kar) প্রাক্তন অধ্যক্ষ

আরজিকর ইস্যুতে এবার সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। জানানো হয়েছে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার সদস্য পদ বাতিল করা হল। অর্থাৎ রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ। পাশাপাশি চিঠি পাঠিয়ে আর জি কর কাণ্ডে তার অবস্থান ৩০ দিনের মধ্যে জানতে চাইল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন।

প্রসঙ্গত, আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে। তারপর থেকেই গোটা ঘটনার রহস্যভেদ করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় এজেন্সী। শুক্রবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপকে মাঝরাস্তা থেকে পাকড়াও করে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এরপর রাত দেড়টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান তিনি।

RG Kar case Sandip Ghosh resigns takes name of the murdered doctor

আরও পড়ুন: রেশন মামলায় বহুদিন জেলবন্দি! এরই মাঝে জ্যোতিপ্ৰিয়কে নিয়ে খারাপ খবর, বাড়ছে উদ্বেগ?

শনিবারও সন্দীপ ঘোষকে টানা জেরা করে সিবিআই। সূত্রের খবর, জেরাতে সন্দীপের বয়ানে অসঙ্গতি পেয়েছেন গোয়েন্দারা। এদিন ফের তাকে জেরার জন্য ডাকা হয়েছে সিজিওতে। ঠিক কোন অবস্থায়, কীভাবে ওই তরুণীর দেহ মিলেছিল? এই প্রশ্ন করা হয়েছিল আর জি করের (R G Kar) প্রাক্তন অধ্যক্ষকে। পুলিশ যাওয়ার আগে কার নির্দেশে মৃত চিকিৎসকের পরিবারের কাছে আত্মহত্যার কথা দাবি করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার? পাশাপাশি সন্দীপ ঘোষ ইনকোয়েস্ট রিপোর্ট দেখেছেন কী না সেই প্রশ্নও করা হয়েছে বলে সূত্রের খবর।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর