বাপ কা বেটা! আন্তর্জাতিক স্তরে সাঁতারের প্রতিযোগিতা জিতে রূপোর পদক দেশে আনলেন মাধবন-পুত্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অত‍্যন্ত গর্বের মুহূর্ত অভিনেতা আর মাধবনের (R Madhavan) জন‍্য। সাঁতারে একের পর পদক জিতে বাবার মুখ উজ্জ্বল করছে ছেলে বেদান্ত (Vedaant)। ড‍্যানিশ ওপেন ২০২২ (Danish Open 2022) এ সাঁতার প্রতিযোগিতায় রূপোর পদক জিতেছেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় গৌরবের মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন মাধবন।

১৫০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে রূপোর পদক জিতেছেন বেদান্ত। মাত্র ১৫ মিনিটেই গোটা প্রতিযোগিতাটা সম্পূর্ণ করেছেন তিনি। পদকজয়ী হিসাবে যখন ছেলের নাম ঘোষনা করা হচ্ছিল সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন মাধবন। বেদান্তের প্রশিক্ষকদের ধন‍্যবাদ দিয়েছেন তিনি।


ক্রীড়া জগতে বেদান্তের প্রতিভা ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে  এসেছে। সুইমিং চ‍্যাম্পিয়নশিপে সাত সাতটি পদক জিতেছেন তিনি। আর এবার অলিম্পিকের প্রস্তুতি শুরু করেছেন বেদান্ত। ছেলেকে সাহায‍্য করছেন মাধবনও। দেশে এই মুহূর্তে অলিম্পিক প্রস্তুতির জন‍্য উপযুক্ত ব‍্যবস্থাপনা নেই বলেই মত তাঁর। তাই বেদান্তকে নিয়ে দুবাই চলে গিয়েছেন তিনি। ছেলের প্রস্তুতির জন‍্য সেরা সুযোগ সুবিধা দিতে চেয়েছেন মাধবন দম্পতি। সে কারণেই দুবাই পাড়ি তাঁদের।

https://www.instagram.com/tv/CcZnrnMD-W-/?igshid=YmMyMTA2M2Y=

সংবাদ মাধ‍্যমকে মাধবন জানিয়েছেন, মুম্বইয়ে যে বড় সুইমিং পুলগুলি রয়েছে সেগুলি হয় করোনার জন‍্য বন্ধ আর নাহলে প্রবেশ নিষিদ্ধ। তাই বড় পুলের জন‍্য দুবাই আসা। জাতীয় স্তরের সুইমিং চ‍্যাম্পিয়ন বেদান্ত। এখন থেকেই অলিম্পিকের জন‍্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

মাধবন স্পষ্ট জানিয়েছেন, অন‍্য তারকা সন্তানদের মতো অভিনয়ে আসতে আগ্রহী নন বেদান্ত। চিরদিন সন্তানদের ইচ্ছাকেই প্রাধান‍্য দিয়ে এসেছেন তাঁরা। ছেলের আগ্রহ খেলায়। গোটা বিশ্ব জুড়ে সাঁতারের প্রতিযোগিতা জিতছেন তিনি। এতেই গর্বিত বাবা মাধবন। তাঁর কথায়, “ও নিজে যে পেশা বেছে নিয়েছে সেটা আমার নিজের কেরিয়ারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

X