জয়ের ধারা অব‍্যাহত, রূপোর পর আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা জিতল মাধবন-পুত্র!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গর্বে মাটিতে পা পড়ছে না অভিনেতা আর মাধবনের (R Madhavan)। অবশ‍্য সে জন‍্য তাঁকে দোষ দেওয়া যায় না। যে বাবার ছেলে এত কম বয়সে আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করে, তাঁর তো মাথা উঁচু করে দাঁড়ানোরই কথা। আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় রূপোর পর এবার স্বর্ণ পদক জিতলেন মাধবন পুত্র বেদান্ত (Vedaant Madhavan)। বিজয়ীর বয়স কত জানেন? মাত্র ষোলো!

মাধবন এই মুহূর্তে রয়েছেন ডেনমার্কের কোপেনহেগেনে। সেখানে চলছে ড‍্যানিশ ওপেন সুইমিং মিট। ভারতের হয়ে প্রতিযোগিতা করছেন অভিনেতার ছেলে বেদান্ত মাধবন। পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি।


বিজয়ী হিসাবে ছেলের নাম ঘোষনা হওয়ার মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন মাধবন। ভিক্টরি স্ট‍্যান্ডে দাঁড়িয়ে গলায় সোনার পদক পরে মাথা নীচু করে প্রণাম জানান তিনি। ক‍্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘সবার আশীর্বাদ এবং ঈশ্বরের অসীম করুণায় জয়ের ধারা অব‍্যাহত রয়েছে। আজ বেদান্ত ৮০০ মিটারে সোনা জিতেছে। আপ্লুত এবং উচ্ছ্বসিত।’ গোটা টিম সহ ছেলের কোচকেও ধন‍্যবাদ দিয়েছেন মাধবন।

কিছুদিন আগেই ১৫০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে রূপোর পদক জিতেছিলেন বেদান্ত। পদকজয়ী হিসাবে যখন ছেলের নাম ঘোষনা করা হচ্ছিল সেই মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন মাধবন। বেদান্তের প্রশিক্ষকদের ধন‍্যবাদ দিয়েছেন তিনি।

https://www.instagram.com/tv/CcdnWZMjvxu/?igshid=YmMyMTA2M2Y=

ক্রীড়া জগতে বেদান্তের প্রতিভা ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে  এসেছে। এবার অলিম্পিকের প্রস্তুতি শুরু করেছেন বেদান্ত। ছেলেকে সাহায‍্য করছেন মাধবনও। দেশে এই মুহূর্তে অলিম্পিক প্রস্তুতির জন‍্য উপযুক্ত ব‍্যবস্থাপনা নেই বলেই মত তাঁর। তাই বেদান্তকে নিয়ে দুবাই চলে গিয়েছেন তিনি। ছেলের প্রস্তুতির জন‍্য সেরা সুযোগ সুবিধা দিতে চেয়েছেন মাধবন দম্পতি। সে কারণেই দুবাই পাড়ি তাঁদের।

সংবাদ মাধ‍্যমকে মাধবন জানিয়েছেন, মুম্বইয়ে যে বড় সুইমিং পুলগুলি রয়েছে সেগুলি হয় করোনার জন‍্য বন্ধ আর নাহলে প্রবেশ নিষিদ্ধ। তাই বড় পুলের জন‍্য দুবাই আসা। জাতীয় স্তরের সুইমিং চ‍্যাম্পিয়ন বেদান্ত। এখন থেকেই অলিম্পিকের জন‍্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

X