বাংলা হান্ট ডেস্কঃ সিডনিতে চলছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ (India vs australia 3rd test)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক টিম পেইন। প্রথম দিনে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন অজিরা। ওয়ার্নারকে হারিয়ে শুরুতেই চাপে পড়লেও সেটা একেবারেই বুঝতে দেননি অস্ট্রেলিয়ার অন্যান্য ব্যাটসম্যানরা। প্রথমদিনে অজি ব্যাটসম্যানদের আউট করতে করতে কার্যত ঘাম ছুটে গিয়েছিল ভারতীয় বোলারদের। প্রথমদিনের শেষে 2 উইকেটে 266 রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
3rd Test. 70.5: WICKET! M Labuschagne (91) is out, c Ajinkya Rahane b Ravindra Jadeja, 206/3 https://t.co/xHO9oit5X4 #AUSvIND
— BCCI (@BCCI) January 8, 2021
Wicket! @imjadeja strikes again and he removes Wade for 13 as AUS lose their 4th wicket for 232 runs. #AUSvINDhttps://t.co/lHRi0Qef30 pic.twitter.com/PCYFXJ6bzJ
— BCCI (@BCCI) January 8, 2021
তবে প্রথম দিনে ভারতীয় বোলারদের যত স্ট্রাগল করতে হোক না কেন দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া ধাক্কা দিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে বাধা সৃষ্টি করেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইনিংসের 71 তম ওভারে বোলিং করতে আসেন জাদেজা। জাদেজার সেই ওভারের পঞ্চম বলে রাহানের হাতে ক্যাচ তুলে দিয়ে 91 রানে প্যাভিলিয়নে ফিরে যান ল্যাবুসনে। বছরের প্রথম শতরানের থেকে মাত্র 9 রান দূরে ছিলেন তিনি।
Wicket@imjadeja picks his 3rd as Cummins is bowled for a duck! AUS are 278-7. #TeamIndia
Details – https://t.co/lHRi0Qef30 pic.twitter.com/jNVoalJSTy
— BCCI (@BCCI) January 8, 2021
3rd Test. 102.4: WICKET! N Lyon (0) is out, lbw Ravindra Jadeja, 315/9 https://t.co/xHO9oit5X4 #AUSvIND
— BCCI (@BCCI) January 8, 2021
তার ঠিক ছয় ওভার পর ফের বোলিং করতে আসেন জাদেজা। জাদেজাকে ছয় মারতে গিয়ে জাসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ তুলে বসেন ম্যাথু ওয়েড। এছাড়াও প্যাট কামিন্স এবং নাথান লায়নকেও আউট করেন জাদেজা। চারটি উইকেট নিয়ে ভারতকে এই ম্যাচে ফিরিয়েছেন জাদেজা।
https://twitter.com/BCCI/status/1347387188468568064?s=20