ভাইরাল হতেই লাটে উঠল ব্যবসা, ইউটিউবারদের অত্যাচারে অসুস্থ ‘মাখা কাকু’ শান্তি খুঁজছেন

বাংলাহান্ট ডেস্ক: কাঁচা সবজি থেকে শুরু করে ডাব পর্যন্ত, তিনি সবকিছুই মেখে দিতে পারেন। শুধু কি সবজি, ঠাণ্ডা পানীয় থেকে শুরু করে ম্যাগি পর্যন্ত মেখেই খাবার লোভনীয় করে তোলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ‘মাখা কাকু’ (Makha Kaku) নামে জনপ্রিয়তা পেতে দেরি হয়নি। ট্রোল হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। তবে এখন সেই জনপ্রিয়তা থেকেই রেহাই পেতে চাইছেন মাখা কাকু।

মাখা কাকুর ভাল নাম রবীন ঘোষ। হাবড়ার বানীপুরের বানী নিকেতন হাইস্কুলের সামনে তাঁর দীর্ঘদিনের ব্যবসা। পেঁপে, লাউ, পটল, ঝিঙে সহ নানান কাঁচা সবজি বিভিন্ন মশলা সহযোগে মেখে উপাদেয় করে তুলতেন তিনি। তাঁর নিয়মিত খদ্দের ছিল স্কুল পড়ুয়ারা। কিন্তু সোশ্যাল মিডিয়ার হাত থেকে বাঁচতে পারেননি রবীন ঘোষ।

IMG 20220617 212724

একটি মাত্র ভিডিও আর ইউটিউবাররা ঘিরে ফেলে তাঁকে। অচিরেই ‘মাখা কাকু’ নামে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এতদূর অবধি তাও ঠিক ছিল। কিন্তু ট্রেন্ডিংয়ে থাকার জন্য মাখা কাকুকেই কার্যত নিশানা বানিয়ে নেয় কিছু ইউটিউবাররা। অদ্ভূত অদ্ভূত দাবি নিয়ে রীতিমতো অত্যাচার করতে শুরু করে তারা। কেউ বলেন, কাঁচা বাঁশ মেখে দিতে, আবার কেউ দাবি করেন ঘাস মেখে দিতে।

তা দিয়েওছিলেন মাখা কাকু। আর সেগুলো কে কাজে লাগিয়েই নিজেদের পেজের ভিউ বাড়িয়ে গিয়েছে ইউটিউবাররা। অন্যদিকে ট্রোলের শিকার হয়েছেন মাখা কাকু। ইউটিউবারদের সঙ্গে ঝামেলাতেও জড়িয়েছেন তিনি। উপর্যুপরি মানসিক আঘাতে বিপর্যস্ত রবীন ঘোষ।

মাখা কাকু আজ অসুস্থ। ব্যবসা লাটে ওঠার যোগাড়। বিছানায় শুয়েই তিনি অনুরোধ করেছেন, আর খ্যাতি চান না তিনি। ইউটিউবাররা এবার একটু শান্তি দিক তাঁকে। নির্ঝঞ্ঝাটে ব্যবসা করে খেতে চান রবীন ঘোষ। ভাইরাল হওয়ার শখ মিটে গিয়েছে তাঁর।


Niranjana Nag

সম্পর্কিত খবর