একই মঞ্চে দুই প্রাক্তন! নিজেকে সামলাতে না পেরে যা করলেন অক্ষয়

বাংলাহান্ট ডেস্ক : একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েছেন বহু বলি (Bollywood)  তারকারাই। অনেকেরই সম্পর্ক পৌঁছেছে ছাতনা তলা পর্যন্ত। অনেকের আবার মাঝ পথেই সম্পর্কে দেখা দিয়েছে ফাটল। ৯০ এর দশকে এমন বেশ কয়েকজন তারকা রয়েছেন যাদের প্রেমের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে মিডিয়ায়। সে তালিকায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar) , রবিনা ট্যান্ডন (Rabina Tandon) , এবং শিল্পা শেট্টি (Shilpa Shetty)।

রবিনার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল অক্ষয়ের। এমনকি বিয়ে পর্যন্ত এগিয়ে গেছিল সেই সম্পর্ক। কিন্তু অন্য অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়ে ছিল অক্ষয়ের। আর সে কারণেই সম্পর্ক ভেঙে ফেলেন রবিনা। বর্তমানে সাংসারিক জীবনে সুখের দিন কাটছে এই দুই তারকার। বেশ কয়েকদিন আগেই এক সাংবাদিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে।

Akshay Kumar - Rabina Tandon

আর এবার সেই সম্পর্কের এক ঝলক দেখতে পেলেন সকলেই। সম্প্রতি শহরের একটি স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে ফ্রেম বন্দী হলেন রবিনা এবং অক্ষয়। এদিন মাইক হাতে স্টেজে দেখা গেল দুজনকে। তাঁদের মধ্যে ঠিক কি কথা হয়েছে তা জানতে আগ্রহী দর্শকরা।

https://twitter.com/BiharAkkians1/status/1655406125477687296?t=B7H21hKAZY30vhxg3UDxaA&s=19

তবে সবচেয়ে বড় কথা হল, এদিন এই একই মঞ্চে দেখা গেল শিল্পা শেট্টিকেও। বলে রাখা ভালো, ৯০ এর দশকে শিল্পা শেট্টির সঙ্গে নাম জড়িয়ে ছিল অক্ষয় কুমারের। তাদের প্রেম কাহিনীর গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডের অলিতে গলিতে। তবে এবার প্রকাশ্য মঞ্চ থেকে শিল্পা শেট্টির প্রশংসা করতে দেখা গেল রবিনাকে। সঙ্গ দিলেন অভিনেতা।

https://twitter.com/Swetaakkian/status/1655395602010718213?t=y_00nCe8qAsjWPnZYfahEQ&s=19

আসলে এদিন অক্ষয় দাবি করেন, একটা সময় স্টাইল আইকন ছিলেন মমতা কুলকার্নি। প্রাক্তনের এই কথায় মোটেও সায় দিতে পারেননি রবিনা। বরং তাঁর মতে, বলিউড জগতে বরাবরের জন্য স্টাইলিশ অভিনেত্রী হলেন শিল্পা শেট্টি। তাঁর কথায় সহমত প্রকাশ করেছেন অক্ষয়। আপাতত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে অক্ষয় রবিনার এই ভিডিও।

additiya

সম্পর্কিত খবর