বাংলাহান্ট ডেস্কঃ আর কয়েকদিন পরেই প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল হিসাবে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে পা রাখতে চলেছে চেন্নাই সুপার কিংস। তবে আমিরশাহী উড়ে যাওয়ার আগে দেশের মাটিতে একটি ছয় দিনের প্রস্তুতি শিবির আয়োজন করতে চলেছে সিএসকে। কিন্তু সিএসকের সেই প্রস্তুতি শিবিরের উপস্থিত থাকতে পারছেন না জাতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15 ই আগস্ট সিএসকের এই প্রস্তুতি শিবির শুরু হবে এবং চলবে আগামী 20 ই আগষ্ট পর্যন্ত। চেন্নাইয়ের এই শিবিরে যোগদান করবেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং, বাঁহাতি ব্যাটসম্যান সুরেশ রায়না সহ বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। তবে এই শিবিরে যোগদান করছেন না রবীন্দ্র জাদেজা।
চেন্নাই সুপার কিংস এর চিফ এক্সিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন জানিয়েছেন অন্যান্য খেলোয়াড়রা এই প্রস্তুতি শিবিরে যোগদান করলেও ব্যক্তিগত কারণে ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই প্রস্তুতি শিবিরে যোগদান করতে পারছেন না। তবে 15 ই আগস্ট প্রস্তুতি শিবিরে যোগদান না করলেও 21 শে আগস্ট দলের সঙ্গেই দুবাইতে উড়ে যাবেন রবীন্দ্র জাদেজা। কোচিং স্টাফদের মধ্যে এই শিবিরে যোগদান করবেন একমাত্র লক্ষ্মীপতি বালাজি।