২৫ শে বৈশাখের প্রস্তুতি তুঙ্গে বিশ্বভারতীতে

সৌগত মন্ডল, বোলপুর-বীরভূম : রাত পেরোলেই বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস, অথ্যাৎ ২৫ শে বৈশাখ। সারা দেশ ও রাজ্য জুরে সারম্বরে পালিত হয় ২৫ শে বৈশাখ।

আর আপনারা সকলেই জানেন শান্তিনিকেতন-বিশ্বভারতী মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সকল স্মৃতি রয়ে আছে। বিশ্ব-বরেণ্যের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আগামীকাল, আর তারিই
২৫শে বৈশাখের প্রস্তুতি তুঙ্গে, এবছর বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৮ তম জন্মবার্ষিকী। সমগ্র বিশ্ব ভারতী জুড়ে চলছে তারই প্রস্তুতি।

২৫ শে বৈশাখ সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ভারতী কর্মী মন্ডলের প্রযোজনায় ,পাঠভবন এর ছাত্র-ছাত্রী দের উপস্থাপনা গুরুদেব এর রচনা অবলম্বনে নৃত্যঅভিনয় : মানব কন্যা। বিশ্ব ভারতীর বাংলা বিভাগের অধ্যাপিকা আলপনা রায় এর গ্রন্থনায় গুরুদেব এর শাপমোচন, চিত্রাঙ্গদা ও চন্ডালিকা এই তিন টি রচনার অংশ বিশেষ নিয়ে তৈরী এই উপস্থাপনা ‘মানব কন্যা’। পাঠভবনের অধ্যাপিকা বোধিরূপা সিংহ এর কথায়- ‘মানুষ মোহের বশবর্তী হয়ে ভুল করে এবং পরে তার থেকে উত্তরণ করে’ এই বার্তায় এই নৃত্যঅভিনয় থেকে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রী দের।

f7c9e hqdefaultসর্বমোট ৫০ জন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করছে। সমগ্র অনুষ্ঠান টিও পরিচালনা করছেন পাঠভবনের ছাত্র-ছাত্রীরা।

সম্পর্কিত খবর