নিজের ওয়ার্ডেই ‘চোর’, ‘ভিখিরি’ স্লোগান! রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই জনরোষের মুখে পড়তে হচ্ছে একের পর এক তৃণমূল নেতাকে। বৃহস্পতিবার নিজের ওয়ার্ডেই বেরিয়েছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh)। আর সেখানেই এলাকাবাসীর প্রবল বিক্ষোভের (Protest) মুখে পড়লেন তিনি। নেতাকে ঘিরে উঠল ‘চোর’, ‘ভিখিরি’ স্লোগান।

কী ঘটেছিল? বৃহস্পতিবার সকালে নিজের এলাকা দিয়ে কোচবিহার পৌরসভার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই তাকে ঘিরে বেশ কয়েকজন বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা গিয়েছে এদিন এলাকার সমস্যার কথা তুলে বেশ কয়েকজন রবীন্দ্রনাথবাবুকে অভিযোগ জানান। নালা পরিষ্কার হয় না বলে জল জমে যায় বলে নেতাকে জানান তারা।

শুক্রবার থেকে রোজা শুরু হবে, তার আগে এলাকার নিকাশি নালাগুলো পরিষ্কার করার দাবি নিয়ে এদিন রবীন্দ্রনাথ ঘোষের কাছে যান এলাকারই কিছু মানুষ। জানা যায় এদিন তাদের সমস্যার বিষয়টি নেতাকে জানাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। এরপরেই একথা-দুকথায় এলাকাবাসীদের সাথে রবীন্দ্রনাথ ঘোষের তর্কাতর্কি লেগে যায়। নেতাকে ভিখিরি চেয়ারম্যান বলেও কটাক্ষ করেন তারা।

বেশ কিছুক্ষন নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ চলে বলেও জানা যায়৷ এরপরই মেজাজ হারিয়ে দ্রুত এলাকা ছাড়েন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ৷ এলাকাবাসীর অভিযোগ, নালার দুর্গন্ধে সাধারণ মানুষকে বেজায় সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি রোজার কথা ভেবে নিকাশি নালাগুলি পরিষ্কার করার দাবি জানালেই তাদের কোনো কথায় কান না দিয়ে স্থানীয়দের দুষ্কৃতী আখ্যা দেন নেতা। এরপরেই তিনি এলাকা ছেড়ে বেরিয়ে যান।

rabindranath 2

অন্যদিকে, এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কিছু লোক গোলমাল পাকাতে চায় বিনা কারণে। উন্নয়ন তাঁদের সহ্য হয় না। এই ঘটনার পিছনে কিছু সমাজবিরোধী জড়িত রয়েছে বলেও রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ করেন। আসলে উন্নয়ন সহ্য হচ্ছে না তাই এভাবে চক্রান্ত করছে কিছু অসামাজিক লোক বলে তিনি জানান

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর