রবীন্দ্রনাথ কালো হওয়ায় তাঁর মা তাঁকে কোলে নিতেন না! বিতর্কিত বয়ান দিয়ে ফাঁসলেন বঙ্গ বিজেপির সাংসদ

বাংলাহান্ট ডেস্কঃ ‘রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) কালো হওয়ায়, ছোটবেলায় তাঁর মা তাঁকে কোলে নিতেন না’- এমনই এক অদ্ভূত দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। বুধবার সেন্ট্রাল হলে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এমন মন্তব্যে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।

vjvcvcvhcv

বিশ্বভারতীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু মন্তব্য করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সকলেই ধবধবে ফর্সা ছিলেন। ফর্সা দুধরণের হয়। একটা হয় টকটকে হলুদ, আর একটা হয় একটু লালছে ভাব। আর রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং ফর্সার মধ্যে একটু লালছে ভাব ছিল। সেই কারণেই তাঁর মা এবং বাড়ির অনেকে তাঁকে কোলে নিতেন না। কিন্তু দেখুন সেই রবীন্দ্রনাথ ঠাকুরই বিশ্বজয় করেছেন’।

এবিষয়ে শিক্ষাবিদ পবিত্র সরকার (Pabitra Sarkar) মন্তব্য করেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির সকলেই ফর্সা ছিলেন, কিন্তু তিনি একটু কম ফর্সা ছিলেন। কিন্তু কালো মানে আফ্রিকানদের মতো কালো? কিছু না জেনেই একটা কথা বলে দিলেই হল! ঠাকুরবাড়িতে ওভাবে কাউকে কোলে নেওয়ার কোন প্রচলন ছিল না। দাসদাসীদের কাছেই তাঁরা থাকতেন এবং মা মাঝে মধ্যে একটু আদর করতেন। এখন শিক্ষামন্ত্রীর মুখে এমন কথা শুনে, খুব হাসি পাচ্ছে?’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এমন কথা শুনে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বলেন, ‘বিশ্বভারতীর উপাচার্যকে বাড়িতে ইনজেকশন দিতে হয়। উনি একজন পাগল। নষ্ট করে দিচ্ছে বিশ্বভারতীর সংস্কৃতি। বিশ্বভারতী নিয়ে আগে কখনও এমন রাজনীতি দেখিনি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর