রচনা গালে চুমু খেতেই শপথ এই তারকার! ‘আর ধুচ্ছি না ‘, বলতেই ভাইরাল সেই সেলিব্রেটির ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েক বছর ধরে জি বাংলায় সম্প্রচারিত দিদি নম্বর ওয়ান অনুষ্ঠানটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকদের মধ্যে। নিঃসন্দেহে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। রচনার সঞ্চালনায় এই অনুষ্ঠান এক নতুন মাত্রা পেয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় এমনিতেই অভিনয় করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন ৯০ এর দশকে।

তবে দিদি নম্বর ওয়ান অনুষ্ঠান তাঁকে পৌঁছে দিয়েছে এক নতুন উচ্চতায়। বর্তমানে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করছেন রচনা। বিপুল পরিমাণ চাপের মধ্যেও করছেন দিদি নম্বর ওয়ানের শুটিং। তবে দিদি নম্বর ওয়ানের সেটে এবার এমন একটি ঘটনা ঘটে গেল যা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন।

আরোও পড়ুন: খানা-খন্দে ভরা হাইওয়ে অতীত! আসছে নয়া প্রযুক্তি, নিজে থেকেই সেরে যাবে গর্ত

অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য (Ayesha Bhattacharya) সম্প্রতি খেলতে এসেছিলেন দিদি নম্বর ওয়ানে। আয়েশাকে রচনা নাম দিয়েছেন ‘ভ্লগ কুমারী।’ আলোর কোলে ধারাবাহিকে পুপুলের পিসির চরিত্রে অভিনয় করছেন তিনি। এই আয়েশার গালেই স্নেহ চুম্বন করলেন রচনা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ নাম রয়েছে আয়েশার। তাই রচনা আয়েশাকে নাম দিয়েছেন ‘ভ্লগ কুমারী।’

আরোও পড়ুন : উত্তাল সমুদ্র! রাতেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের ৭ জেলায়, রবিতে উঠবে ৫০ কিমি বেগে কালবৈশাখী ঝড়

শুটিংয়ের ফাঁকে এদিন রচনা নিজের মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলেন। এমন সময় আয়েশা ‘ও রচনাদি, ও রচনাদি…’ বলতে বলতে এগিয়ে যান রচনার কাছে। আয়েশা রচনাকে গিয়ে বলেন, ‘কিছু বলো’। এরপর রচনা মজা করে বলেন,  ‘আমার কিছু আর বলার নেই, আমি এখন শুধু মাইকে বলি…’।

তারপর রচনা আয়েশার গালে চুমু খেয়ে বলেন,‘আমি এই নামটা দিয়েছি বলেই তো ভ্লগকুমারী এত হিট’। রচনার এই স্নেহ চুম্বনে আপ্লুত হয়ে পড়েন আয়েশা। এমনকি আয়েশা বলেন যে তিনি বাড়ি গিয়ে মুখ ধোবেন না। রচনার সামনেই তিনি বলেন,  ‘আমি আর বাড়ি গিয়ে এই গালটা ধুচ্ছি না’।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X