বাংলাহান্ট ডেস্ক: শেষ হয়ে যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One)। দীর্ঘদিন ধরে এক নাগাড়ে মানুষকে বিনোদন জুগিয়ে আসা এই শোয়ের আচমকা শেষ হয়ে যাওয়ার খবরে মুষড়ে পড়েছিলেন দর্শকরা। তবে তারপরেই অবশ্য চ্যানেলের তরফে ঘোষনা করা হয়, এই সিজনটা শেষ হয়ে আসছে নতুন সিজন। আগামীকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে দিদি নাম্বার ওয়ান সিজন ৯। আজ রবিবার রাত সাড়ে আটটায় হবে সিজন ৮ এর গ্র্যান্ড ফিনালে।
এক নতুন সিজনের সূচনা যে বেশ ধামাকাদার হবে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিজন ৯ এর গ্র্যান্ড ওপেনিং পর্বের প্রথম ঝলক। দিতিপ্রিয়া রায়, সন্দীপ্তা সেন, ‘এই পথ যদি না শেষ হয়’ এর ঊর্মি ওরফে অন্বেষা সরকারের মতো অভিনেত্রীরা প্রতিযোগী হয়ে আসবেন প্রথম পর্বে।
রচনার প্রতিশ্রুতি মতো বাস্তবিকই নতুন রূপে হাজির হচ্ছে দিদি নাম্বার ওয়ানের নতুন সিজন। আরো বড় করে তৈরি হয়েছে এবারের সেট, যেখানে থাকছে আস্ত এক সুপার মার্কেট! দরকারের সমস্ত জিনিসই নেওয়া যাবে সেই সুপার মার্কেট থেকে। প্রোমোতে দিতিপ্রিয়া, অন্বেষাকে ট্রলি ভর্তি করে জিনিস নিতে দেখা গিয়েছে।
এছাড়াও থাকছে এক বড়সড় চমক। আস্ত এক টাকার গাছ এনে হাজির করেছেন রচনা। হাত বাড়ালেই সেই গাছ থেকে পেড়ে নেওয়া যাবে টাকা। খেলায় লাফিয়ে লাফিয়েই ২৫০০ টাকা জিতে নিয়েছেন সন্দীপ্তা। একগুচ্ছ নতুন খেলা, নতুন সেট সব মিলিয়ে দিদি নাম্বার ওয়ান সিজন ৯ যে স্রেফ জমে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।
https://www.instagram.com/p/CZ6aVjHIqfT/?utm_medium=copy_link
প্রসঙ্গত, দীর্ঘ ১২ বছর ধরে চলছে এই শো। সেই ২০১০ সালে শুরু হয়েছিল দিদি নাম্বার ওয়ান। তখন পাড়ায় পাড়ায় গিয়ে দিদিদের সঙ্গে খেলা হত এই গেম শো। ধীরে ধীরে শোয়ের পরিসর বেড়েছে। এখন দিদি নাম্বার ওয়ান একটা ব্র্যান্ডের মতো। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, বাংলা তো বটেই, প্রবাসী মহিলারাও এই মঞ্চে এসে খেলে যান রচনার সঙ্গে।