বাংলা হান্ট ডেস্কঃ দক্ষ অভিনেত্রী, সঞ্চালিকা হওয়ার পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) বর্তমানে একজন সাংসদ। এবারের লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। বর্তমানে শ্যুটিংয়ের পাশাপাশি জনপ্রতিনিধির দায়িত্বও পালন করতে হচ্ছে তাঁকে। বছর ৫০ হতে চলল। অথচ রচনার গ্ল্যামার এবং এনার্জি লেভেল দেখে সেকথা বোঝা দায়। অভিনেত্রী কীভাবে নিজের যৌবন ধরে রেখেছেন জানেন?
ঘরোয়া উপায়েই নিজের যৌবন ধরে রেখেছেন রচনা (Rachana Banerjee)!
শোনা যায়, রচনা বরাবরই ভীষণ স্বাস্থ্য সচেতন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও রাতে ১০টার মধ্যে শুয়ে পড়েন অভিনেত্রী। আবার ভোট ৫টায় চোখ খুলে যায় তাঁর। অল্পবিস্তর শরীরচর্চার পাশাপাশি ডায়েটের দিকেও কড়া নজর থাকে রচনার (Rachana Banerjee)। বাইরের জিনিস খাওয়া তো দূর, বরং তিনি শুধুমাত্র বাড়িতে বানানো স্বাস্থ্যকর খাবার খান বলে খবর। সেই সঙ্গেই পান করেন ‘এবিসি ড্রিঙ্ক’।
গোটা দিনের বেশিরভাগ সময় শ্যুটিং ফ্লোরে কাটান রচনা। বাইরে আছেন বলে অবশ্য কেনা খাবার নয়, বরং বাড়ি থেকে খাবার প্যাক করে নিয়ে যান অভিনেত্রী। সারাদিনে প্রচুর জল খাওয়ার পাশাপাশি ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালিকা ‘এবিসি জুস’ (ABC Juice) খান বলে খবর।
আরও পড়ুনঃ তৃতীয় ব্যক্তির আগমন নাকি অন্য কিছু? কেন ভেঙেছিল দেব-শুভশ্রীর প্রেম? ফাঁস ‘আসল কারণ’!
মিডিয়া রিপোর্ট বলছে, ‘এবিসি জুস’ আসলে এক ধরণের স্মুদি। ‘এ’ হল আপেল, ‘বি’ হল বিট, এবং ‘সি’ হল ক্যারট অর্থাৎ গাজর। এই তিনটি উপকরণ দিয়েই এই ড্রিঙ্ক তৈরি করা হয় বলে খবর। রচনা ‘এবিসি জুস’ খাওয়ার কথা জানালেও সেটা কীভাবে বানায় তা খোলসা করেননি।
সম্প্রতি ‘দিদি নম্বর ওয়ানে’ খেলতে এসেছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। সেদিন রচনার ‘বিউটি সিক্রেট’ জানতে সোজা পোডিয়ামের সামনে চলে যান তিনি। এরপর আড়ালে রাখা একটি জুসের মগ তুলে বলেন, এটাই ওর সৌন্দর্যের রহস্য। সবাই দেখুন। এরপর রচনাকে (Rachana Banerjee) জিজ্ঞেস করেন, এটায় কী খাস? উত্তরে ‘দিদি নম্বর ওয়ান’ সঞ্চালিকা বলেছিলেন, এবিসি জুস। সেই জুসটা আসলে কী তা সেদিন খোলসা করেন বলেননি অভিনেত্রী।