বাংলাহান্ট ডেস্ক: চারদিন হল বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (rachana banerjee)। গত সোমবার প্রয়াত হন অভিনেত্রী সঞ্চালিকার বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আচমকা এমন অঘটনে ভেঙে পড়েছিলেন রচনা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা জানাতে পর্যন্ত পারেননি তিনি। একটু শোক সামলে উঠে বাবার ছবি পোস্ট করে দুঃসংবাদটা জানিয়েছেন রচনা।
তিনি লিখেছেন, ‘আমার বাপি…ভাবিনি একদিন একা হয়ে যাবো। ভাবিনি তুমি চলে যাবে, এখনো অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সাথে আছে আমি জানি। থাকবো…. থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি’। রচনাকে সান্ত্বনা দিয়েছেন অনুরাগীরা। মৃত্যু সবসময়ই বেদনা দায়ক। রচনা আবার মনের জোর সঞ্চয় করে নতুন ভাবে শুরু করুন, এই কামনাই করেছেন নেটিজেনরা।
সোমবার সকালে প্রয়াত হন অভিনেত্রীর বাবা। দীর্ঘ রোগভোগের পর সোমবার রচনার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। জানা যাচ্ছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর বাবা। রবিবার রাতে অবস্থার কিছুটা বাড়াবাড়ি হয়। সোমবারই যে তিনি চলে যাবেন তা ভাবতে পারেননি রচনা। ছেলে বাদে বাবাই সবকিছু ছিলেন অভিনেত্রীর কাছে। মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করেছিলেন তিনি। রচনার জীবন দর্শন বাবার হাত ধরেই।
দিদি নাম্বার ওয়ানে রচনার সঞ্চালনার প্রশংসা করেন সকলেই। তারকা হয়েও মাটির কাছাকাছি থাকার জন্য সবার কাছে প্রিয় রচনা। এই শিক্ষাও বাবার কাছেই পাওয়া তাঁর। অভিভাবকের থেকে বাবা তাঁর কাছে বন্ধু ছিলেন বেশি। স্বাভাবিক ভাবেই বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন রচনা। সোমবারই অভিনেত্রীর বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে খবর।