এই সামান্য খাবারেই লুকিয়ে বয়স আটকে রাখার ওষুধ! রচনার মতো গ্ল্যামার পেতে পারেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক: বাংলা বিনোদন জগতে ‘দিদি’ বলতে একজনের নামই মনে পড়ে সবার আগে। তিনি রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। আসলে যেদিন থেকে তিনি টেলিভিশনে ‘দিদি নাম্বার ওয়ান’ শোয়ের সঞ্চালনা শুরু করেছেন, সেদিন থেকেই তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ‘দিদি’ তকমাটা। দীর্ঘ এক দশক ধরে দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করে আসছেন তিনি।

অভিনয়ে আর দেখা যায় না রচনাকে। শুধুমাত্র এই শোয়ের মধ্যে দিয়েই পর্দায় ধরা দেন তিনি। কিন্তু ক্যামেরার পেছনে রচনা মানুষটা আদতে কেমন, সেটে তিনি কী করেন, কী খান তা জানার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। এবার সেই রহস্য ফাঁস হয়ে গেল সকলের সামনে। ফাঁস করলেন অভিনেত্রী রাজশ্রী ভৌমিক।

Rachana banerjee

রচনার উপস্থিতি সত্যিই বিস্ময়কর। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তা, গ্ল্যামার কোনোটাই এতটুকুও টসকায়নি। উইকিপিডিয়া বলছে রচনার বয়স প্রায় ৫০ ছুঁইছুঁই। কিন্তু তাঁকে দেখে সে কথা বোঝে কার সাধ্যি? এই বয়সেও বিনা মেকআপে তরুণী অভিনেত্রীদের টেক্কা দিতে পারেন রচনা। শরীরে এতটুকু বাড়তি মেদ নেই কোথাও।

এই গ্ল্যামার, রূপের নেপথ্যে রয়েছে কোন রহস্য? সম্প্রতি দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছিলেন রাজশ্রী। সেখানেই সবার সামনে রচনার সিক্রেট ফাঁস করে দেন তিনি। দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ের ফাঁকে কী খান রচনা? এতদিনের বহুল আলোচ্য প্রশ্নের জবাব মিলল অবশেষে। রচনার পোডিয়ামের আড়াল থেকে রাজশ্রী বের করে আনলেন ছোলা!

শুধু তাই নয়, ছিল হজমিও। পেছন থেকে অভিনেত্রী তনুশ্রী গোস্বামী বলে ওঠেন, ছোলা খেয়ে আবার হজমও করে নিতে হবে! আসলে রচনা যে ফিটনেস ফ্রিক তা জানেন অনেকেই। প্রতিযোগীদেরও ফিট থাকার, সুস্থ থাকার বার্তা দেন তিনি সবসময়।


Niranjana Nag

সম্পর্কিত খবর