বাংলাহান্ট ডেস্ক: শাড়ির ব্যবসা করতে গিয়েও যে নেটনাগরিকদের আক্রমণের শিকার হতে হবে তা কল্পনাও করতে পারেননি অভিনেত্রী সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (rachana banerjee)। কিন্তু সেটাও হয়েছে। বুটিক খোলার জন্য বেনজির ট্রোলের সম্মুখীন হয়েছেন রচনা। সোশ্যাল মিডিয়ায় মিমও তৈরি হয়েছে তাঁকে নিয়ে। শেষমেষ ট্রোলিং নিয়ে মুখ খুললেন রচনা। দিলেন যোগ্য জবাব।
অভিনয়ে এখন আর তেমন দেখা যায়না তাঁকে। দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করেই জনপ্রিয়তা ধরে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নতুন শুরু করেছিলেন একটি বুটিক, রচনাস ক্রিয়েশনস। অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে শাড়ি বিক্রি করতে দেখা যায় তাঁকে। আর এর জেরেই তীব্র কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।
দিদি নাম্বার ওয়ানের প্রতিযোগীদের গল্প শুনে উদ্বুদ্ধ হয়েই নাকি শাড়ির দোকান খুলে বসেছেন রচনা, এমনি মন্তব্য নেটপাড়াবাসীদের। অনেকের যুক্তি, লকডাউনে কাজ হারিয়ে যারা অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেছিল সেই সব ছোট ব্যবসায়ীদের ব্যবসা মার যাবে এই তারকাদের দৌলতে। এমনকি কয়েকজন এও বলেছেন অন্য দোকান থেকে কম দামি শাড়ি এনে বেশি দামে বিক্রি করছেন রচনা।
অবশেষে নেটিজেনদের যাবতীয় অভিযোগের জবাব দিলেন তিনি। লাইভে এসে রচনা জানান, তাঁর শাড়ির ব্যবসা শুরু করায় অনেকে যে ক্ষুণ্ণ হয়েছেন তা তিনি জানেন। তাঁর প্রশ্ন, শাড়ির ব্যবসা করা কি খারাপ? দেশে লক্ষ কোটি মহিলা রয়েছেন। সকলেরই নিজস্ব শাড়ির ব্যবসা করার সুযোগ রয়েছে। তাই তাঁর শাড়ির ব্যবসায় কারোর ক্ষতি হবে না বলেই মনে করেন সঞ্চালিক। বরং তাঁর মতে, এতে অনেকেই অনুপ্রাণিত হবে বলেও মনে করেন তিনি। ‘রচনা পারলে আমরা কেন পারব না?’ এই অনুপ্রেরণাটাই তিনি দিতে চান।
এর আগেই রচনা জানিয়েছিলেন, অনেকেরই তাঁকে এই অবতারে দেখে মনে প্রশ্ন জাগতে পারে। আসলে তিনি বহুবার শুনেছেন অভিনয়, সঞ্চালনা, ছেলে মানুষ করার পাশাপাশি অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করার জন্য অন্য রকম কিছু করতে। সেখান থেকেই এই বুটিকের চিন্তা মাথায় আসে তাঁর।