অপহরণের হুমকি রচনা ব‍্যানার্জিকে! চিন্তার ভাঁজ ‘দিদি নাম্বার ওয়ান’এর কপালে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের এক সময়ের অত‍্যন্ত জনপ্রিয় অভিনেত্রী রচনা ব‍্যানার্জিকে (rachana banerjee) এখন বড়পর্দায় দেখা না গেলেও অনুরাগীদের কাছে তিনি দিদি নাম্বার ওয়ান বলেই বেশি পরিচিত হয়ে উঠেছেন। জি বাংলার রিয়েলিটি শো দিদি নাম্বার ১ রচনাকে ছাড়া অসম্পূর্ণ একথা সকলেই স্বীকার করবে। সেই সূত্রে রচনাও হয়ে উঠেছেন সকলের প্রিয় দিদি‌।

জি বাংলায় প্রতিদিন বিকেল পাঁচটায় সম্প্রচারিত হয় দিদি নাম্বার ওয়ান। যত দিন যাচ্ছে এই রিয়েলিটি শোটি মানুষের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিচ্ছে। শুধুমাত্র খেলা ও উপহার দেওয়াই নয়, এই শো তে এসে নিজেদের সুখ দুঃখের কথা, নিজেদের জীবন সংগ্রাম তুলে ধরেন প্রতিযোগীরা।


সাধারণ প্রতিযোগী ছাড়াও তারকাদেরও অংশ নিতে দেখা যায় দিদি নাম্বার ওয়ানে। শুক্রবার ছিল এমনি একটি বিশেষ এপিসোড। এদিনের এপিসোডে অন‍্যতম প্রতিযোগী ছিলেন এক সময়কার অত‍্যন্ত জনপ্রিয় খলনায়িকা অনামিকা সাহা। খলনায়িকার চরিত্র মানেই তাতে অনামিকা সাহার অভিনয় বাঁধাধরা ছিল।

এখন ছবি থেকে বিরতি নিলেও দিদি নাম্বার ওয়ানে এসে রচনাকেই হুমকি দিয়ে বসলেন তিনি। শো শুরু হতেই আঙুল উঁচিয়ে তিনি রচনাকে শাসান, “এই যে রচনা ব‍্যানার্জি, তুমি যত বড় অভিনেত্রীই হও না কেন, আমি যদি জিততে না পারি তবে তোমাকে তুলে নিয়ে চলে যাবো”। অনামিকার এমন শাসানি শুনে হেসে ফেলেন রচনা।

প্রসঙ্গত, একটা বাংলা ছবিতে খলনায়িকার চরিত্র মানে তা অনামিকা সাহাকে ছাড়া অসম্পূর্ণ ছিল। ১৯৭৩ সালে আশার আলো ছবির হাত ধরে অভিনয় জগতে পা রাখেন তিনি। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের সঙ্গেও অভিনয় করেছেন অনামিকা সাহা।

https://www.instagram.com/p/CM4Teq_Bi0k/?igshid=bbupawu5d9n8

বাঘ বন্দি খেলা, দুই পুরুষ ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গে। একটি গানের দৃশ‍্যে সৌমিত্রর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। বিষে বিষে বিষক্ষয়, প্রতিশোধ অনামিকা সাহার অন‍্যতম জনপ্রিয় ছবি। এখনো পর্যন্ত ৪০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অনামিকা সাহা।

X