গুরুতর অসুস্থ! সব অনুষ্ঠান বাতিল করলেন রচনা! আচমকা কী হল তৃণমূল সাংসদের?

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। ‘দিদি নম্বর ১’এর পাশাপাশি সাংসদের দায়িত্বও সমানভাবে পালন করছেন তিনি। এই আবহে এবার আচমকাই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। আগামী দু’দিনের সব অনুষ্ঠান বাতিল করেছেন হুগলির সাংসদ। এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তায় পড়েছেন রচনার ভক্তরা।

  • কী হয়েছে রচনার (Rachana Banerjee)?

যে কোনও পুজোর সময়ই তারকারা ভীষণ ব্যস্ত থাকেন। মণ্ডপে মণ্ডপে ঘুরে পুজো উদ্বোধন করেন অনেকে। সেই সঙ্গেই থাকে নানান অনুষ্ঠান। এই আবহে অসুস্থ হয়ে পড়লে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়। এবার যেমন রচনাকে শারীরিক অসুস্থতার কারণে আগামী দু’দিনের সব অনুষ্ঠান বাতিল করতে হল। জানা যাচ্ছে, তাঁর জন্য কাউকে যাতে সমস্যায় না পড়তে হয় সেই কারণে আগেভাগেই জানিয়ে দিয়েছেন তিনি।

তৃণমূল (Trinamool Congress) সাংসদের এক ঘনিষ্ঠ সূত্রে খবর, ‘খুব চিন্তার কিছু হয়নি। রচনার পেটের সমস্যা হয়েছিল। প্রেশার কমে গিয়েছে। তবে উনি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে’। পর্দার ‘দিদি নম্বর ১’ যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনাই করছেন তাঁর ভক্তরা।

আরও পড়ুনঃ কালীপুজোয় বৃষ্টির পূর্বাভাস! ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? শীত নিয়ে কী বলছে হাওয়া অফিস

উল্লেখ্য, অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা পাওয়া শুরু রচনার। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে রাজনীতির দুনিয়ায় নাম লেখান। তৃণমূল কংগ্রেসের হাত ধরে ভোট ময়দানে নামেন। তাঁকে হুগলি থেকে দাঁড় করিয়েছিল জোড়াফুল শিবির। হেভিওয়েট লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে সাংসদ হয়েছেন তিনি।

Rachana Banerjee drinks ABC Juice to maintain her beauty

বর্তমানে ‘দিদি নম্বর ১’ এর পাশাপাশি সাংসদ হিসেবেও নিজের দায়িত্ব সমানভাবে পালন করছেন রচনা (Rachana Banerjee)। মাঝেমধ্যেই কাজের ফাঁকে হুগলি চলে আসেন। কখনও হাসপাতাল, কখনও আবার স্কুল পরিদর্শন করতে দেখা যায় তাঁকে। তারকা সাংসদ মানেই ডুমুরের ফুল নয়! বরং হুগলিবাসীর হাতের নাগালেই থাকতে চান রচনা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর