কোটি টাকার মালকিন রচনা, কী কাজ করেন অভিনেত্রীর স্বামী প্রবাল? শুনলে বিশ্বাস হবে না!

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সদ্য হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই ‘দিদি নম্বর ওয়ানে’র ছায়াসঙ্গী হিসেবে দেখা যাচ্ছে তাঁর স্বামী (Rachana Banerjee Husband) প্রবাল বসুকে। বেশ অনেক বছর আলাদা থাকেন তাঁরা। ছেলে প্রণীলকে নিয়ে একাই থাকেন অভিনেত্রী। তবে ভোটের আবহে ফের কাছাকাছি এসেছেন দু’জনে। স্বাভাবিকভাবেই তাই রচনার দ্বিতীয় স্বামীকে নিয়ে মানুষের মনে কৌতূহল বেড়েছে। প্রবাল কী কাজ করেন? আজ সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

কী করেন রচনার স্বামী (Rachana Banerjee Husband)?

‘দিদি নম্বর ওয়ানে’র স্বামী ফ্যাশন ইন্ডাস্ট্রির মানুষ। ‘জরি’ নামে প্রবালের (Praabal Basu) একটি ওয়েবসাইট রয়েছে। শাড়ি থেকে গয়না, সেখানে সব পাওয়া যায়। মেয়েরাই মূলত এখানে কাজ করেন। অনেকেই জানেন না, একসময় রচনাও ‘জরি’র হয়ে কাজ করেছেন। এছাড়া অভিনেত্রীর স্বামীর সমাজমাধ্যম প্রোফাইল বলছে, ‘লেডিবাগ টেলস’ নামের একটি সংস্থার কর্ণধার এবং ডিরেক্টর তিনি। সেই সঙ্গে প্রবাল যুক্ত রয়েছে আরও একটি কোম্পানির সঙ্গে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, রচনার স্বামী (Rachana Banerjee Husband) এর আগে সাহারা ইন্ডিয়া পরিবারের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হিসেবে কাজ করেছেন। এছাড়া বিদেশি একটি ব্যাঙ্কেও উচ্চ পদে চাকরি করেছেন তিনি। তবে বর্তমানে ব্যবসার কাজেই ব্যস্ত থাকেন প্রবাল।

আরও পড়ুনঃ বড় হয়ে যাবে ছোট্ট দুনি! দুর্জয়-রানীর মেয়ের চরিত্রে কে? ফাঁস ‘তোমাদের রানী’র আসন্ন টুইস্ট

মিস্টার বসুর সমাজমাধ্যম প্রোফাইলে উঁকি দিলে জানা যায়, তিনি প্রচণ্ড ফিটনেস ফ্রিক। একাধিক জিম করা ছবি আপলোড করেছেন প্রবাল। রচনা (Rachana Banerjee) যেমন এখনও নিজের বয়সকে ধরে রেখেছেন, ঠিক তেমনটাই করেছেন তাঁর দ্বিতীয় স্বামীও।

Rachana Banerjee husband Praabal Basu

উল্লেখ্য, রচনা এই মুহূর্তে শ্যুটিং এবং রাজনীতির কাজ নিয়ে ব্যস্ত। কয়েকদিন আগে দিল্লিতে গিয়ে সাংসদ হিসেবে শপথগ্রহণ করেছেন। সেখানে ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রবালও। তাহলে কি দূরত্ব ঘুচিয়ে ফের কাছাকাছি আসছেন প্রবাল-রচনা? সঠিক সময়েই মিলবে সেই উত্তর।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর