বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন রাজ্যের বহু মানুষ দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে, তখন আমরণ অনশন করছেন ৬ জন জুনিয়র ডাক্তার। ইতিমধ্যেই শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে অনিকেত মাহাতোকে। এবার তাঁদের নিয়ে মুখ খুললেন ‘দিদি নম্বর ওয়ান’ তথা হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।
জুনিয়র ডাক্তারদের উদ্দেশে কী বললেন রচনা (Rachana Banerjee)?
বাইপাস সংলগ্ন এলাহি আবাসনে বসবাস রচনার। সেখানে দুর্গাপুজো হয়। শহরে পুজোর উদ্বোধন ছাড়া বাকি সময় মূলত এখানেই থাকেন অভিনেত্রী। আজ মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার পর জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) উদ্দেশে কিছু বার্তা দেন তৃণমূল সাংসদ। বলেন, পরিবারের কথা ভেবে তাঁদের পুজোর আমেজে ফেরা উচিত।
রচনার (Rachana Banerjee) কথায়, ‘দুর্গাপুজোর চারটে দিন কে কীভাবে কাটাবেন সেটা প্রত্যেকের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যারা অনশন করছেন তাঁদের পুজোর শুভেচ্ছা জানাব। তাঁদের জন্য ভীষণ খারাপ লাগছে। কারণ পুজোর চারটে দিনের জন্য তো গোটা বছর প্রত্যেকে অপেক্ষা করে থাকেন। ওনারা পুজোয় কোথাও আনন্দ করতে পারছেন না’।
আরও পড়ুনঃ রক্তচাপ কমছে, পেশিতে টান! CCU-তে অনিকেত! বাকি ৬ জন অনশনকারী কেমন আছেন?
হুগলির তৃণমূল (TMC) সাংসদ বলেন, জুনিয়র চিকিৎসকরা এতদিন ধরে অনশন করছেন, তাঁর খুবই খারাপ লাগছে। চাইব যাতে দ্রুত সমস্যার সমাধান হয়, বলেন রচনা। তাঁর কথায়, ‘তাঁদের পরিবারের কথা ভাবতে হবে। তাঁরা যেন পুজোর আমেজে ফেরেন সেটা চাইব। বাবা-মায়ের কথা, পরিবারের কথা ভেবে ওনাদের পুজোর আমেজে ফেরা উচিত। তাঁদের জন্য তাঁদের পরিবারের সদস্যরা আনন্দ করতে পারছেন না’।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রেক্ষিতে দশ দফা দাবি আদায়ে গত শনিবার থেকে অনশনে বসেছেন ৬ জন জুনিয়র ডাক্তার। পরবর্তীতে যোগ দেন আরজি করের অনিকেত। গতকাল রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হয়েছে অনিকেতের। বর্তমানে সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার আজ ভোরে বলেন, অসুস্থ হলেও অনিকেতের মনোবল ভাঙেনি।