বাংলাহান্ট ডেস্ক: মিলে গেল দুই জনপ্রিয় নন ফিকশন শো ‘দিদি নাম্বার ওয়ান’ ও ‘দাদাগিরি’। দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (rachana banerjee) এলেন দাদাগিরির মঞ্চে শো জমাতে। এখানে তিনি আর সঞ্চালিকা নন, বরং একজন প্রতিযোগী। তবে বাংলা দাদাগিরির মঞ্চে আসেননি রচনা। তিনি এসেছিলেন ওড়িয়া দাদাগিরি অর্থাৎ ‘দাদাগিরি হ্রূদয়ারু’তে (dadagiri hrudayaru)।
অনেকেই জানেন, টলিউডের পাশাপাশি ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দীর্ঘদিন কাজ করেছেন রচনা। ওড়িয়া ভাষায় তিনি সড়গড়। সঞ্চালক অনুভব মোহান্তির সঙ্গে তিনি আড্ডা জুড়ে দেন তিনি। একটা সময় সঞ্চালক রচনাকে একটি জটিল প্রশ্ন করে বসেন।
তিনি টলিউড অভিনেত্রীকে জিজ্ঞাসা করেন, তাঁর প্রিয় জুটি কোনটা? শাহরুখ কাজল নাকি সিদ্ধান্ত রচনা? প্রথমটা বেশ দোনোমোনায় পড়েছিলেন অভিনেত্রী। পরে অবশ্য জোর গলায় রচনা জানিয়ে দেন তাঁর প্রিয় জুটি রচনা সিদ্ধান্তই। উল্লেখ্য, কেরিয়ারের শুরুর দিকে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন রচনা।
প্রেম করে বিয়ে করলেও সে বিয়ের মেয়াদ ছিল মাত্র কিছুদিন। বিচ্ছেদ হয়ে যায় দুজনের। কিন্তু রচনা এদিন দাদাগিরির মঞ্চে জানান, বিচ্ছেদ হয়ে গেলেও সিদ্ধান্তের সঙ্গে তাঁর কোনো তিক্ত সম্পর্ক নেই। এর আগে এক সাক্ষাৎকারে রচনা এও জানিয়েছিলেন, তিনি সিদ্ধান্তের সঙ্গে ফের কাজ করতে আগ্রহী।
গত ১৫ জানুয়ারি থেকে জি সার্থক চ্যানেলে পথচলা শুরু করেছে দাদাগিরি হ্রূদয়ারু। তবে এখানে সঞ্চালকের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কোনো ক্রিকেটার নয়, বরং রয়েছেন জনপ্রিয় ওড়িয়া অভিনেতা তথা রাজনীতিবিদ অনুভব মোহান্তি।
দাদাগিরি হ্রূদয়ারুর প্রোমো থেকেই স্পষ্ট, বাংলার শোটির ধাঁচেই তৈরি হয়েছে ওড়িয়া শোটিও। এমনকি একই লোগো এবং একই সুরে তৈরি হয়েছে গানও। শুধু ভাষাটাই যা আলাদা। ওড়িশার বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এসে খেলছে শো তে। এতটাই মিল যে বাংলা দাদাগিরির নবম সিজনের শুরুর দিকে সপরিবারে খেলতে এসেছিল মিঠাই।
তেমনি দাদাগিরি হ্রূদয়ারুতেই একই রকম ভাবে এসেছে ‘ঝিল্লি’ পরিবার। উল্লেখ্য, এই ঝিল্লি হল বাংলা সিরিয়াল ‘মিঠাই’ এর ওড়িয়া ভার্সন। বেশ কয়েক মাস আগেই শুরু হয়েছে ঝিল্লি। বাংলার মতোই ওড়িয়াতেও মাঝেমধ্যেই সিরিয়াল, সিনেমার অভিনেতা অভিনেত্রীদের দাদাগিরি খেলতে দেখা যাচ্ছে।