কেউ ছিল না বাড়িতে, মাকে পড়ে যেতে দেখে কী করেছিল ছেলে? বলতে গিয়ে চোখে জল রচনার

বাংলাহান্ট ডেস্ক: পড়ে গিয়ে চোট পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। নিজের বাড়িতেই আচমকা পড়ে গিয়ে পায়ে আঘাত লেগেছে তাঁর। ওই অবস্থাতেই তিনি শুটিংয়ে এসেছিলেন। দাঁড়িয়ে শুট করতে পারবেন না বলে চেয়ার দেওয়া হয়েছিল রচনাকে। বসে বসেই শুটিং করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন নিজের ছেলে রৌণকের কাণ্ড।

নিয়মিত ‘দিদি নাম্বার ওয়ান’ এর শুটিংয়ে আসতে হয় রচনাকে। তাঁর সঞ্চালনা ছাড়া জমে না এই নন ফিকশন শো। মাঝে একবার রচনার পিতৃবিয়োগের সময়টায় ছাড়া আর কখনোই তাঁকে ছাড়া চলেনি দিদি নাম্বার ওয়ান। তাই পায়ের যন্ত্রণা নিয়েও শুটে এসেছিলেন রচনা।

didi number rachana

মাদার্স ডে উপলক্ষে জি বাংলার অভিনেতারা এসেছিলেন তাঁদের মা দের নিয়ে। রচনাকে চেয়ারে বসে থাকতে দেখে সকলেই অবাক হন। তখনই সঞ্চালিকা জানান দুর্ঘটনার কথা। সেই সঙ্গে তিনি এও জানান, ওই সময়ে তাঁর ছেলে তাঁর জন্য কী করেছে।

রচনা জানান, যখন এই দুর্ঘটনাটা ঘটে তখন অনেক সকাল। বাড়িতে তেমন কেউ ছিল না। তবে ছেলে রৌণক তাঁর সঙ্গেই ছিল। মাকে পড়ে যেতে দেখে সে-ই দৌড়াদৌড়ি করে জল, বরফ সব নিয়ে আসে। রচনা বলেন, এখনো তো রৌণক অনেকটাই ছোট। তার বয়স মাত্র ১৫। তবুও তাঁর ওই অবস্থায় সে যেভাবে তাঁর যত্ন করেছে সেটাই সবথেকে বড় উপহার রচনার কাছে।

প্রসঙ্গত, ছেলে এবং মাকে নিয়ে একাই থাকেন রচনা। প্রবাল বসুর সঙ্গে বিয়ে হলেও তাঁদের দাম্পত্য জীবন সুখের হয়নি। তবুও প্রণীল ওরফে রৌণকের মুখ চেয়েই বিচ্ছেদ নেননি তাঁরা। এর আগে রচনা নিজেই জানিয়েছিলেন, তিনি বিবাহ বিচ্ছিন্না নন। তিনি এখনো বিবাহিত। তবে ‘হ‍্যাপিলি ম‍্যারেড’ নন। রচনা জানান, ছেলের জন‍্য বিয়ে ভাঙেননি তিনি। কারণ তিনি চান না প্রণীলকে ট‍্যাগ দেওয়া হোক যে সে ‘ডিভোর্সি’ মায়ের সন্তান। স্বামীর সঙ্গে যৌথ সিদ্ধান্ত নিয়েই বিচ্ছেদের পথে এগোননি তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর