চতুর্থ বর্ষে রচনার বাড়ির গণেশ পুজো, গণপতির আরাধনার একগুচ্ছ ছবি শেয়ার করলেন দিদি নাম্বার ওয়ান

বাংলাহান্ট ডেস্ক: শুক্রবার দেশ জুড়ে পালিত হল গণেশ চতুর্থী (ganesh chaturthi)। মুম্বই নগরীর সঙ্গে উৎসবে মেতেছিল কল্লোলিনীও। বলিউডের পাশাপাশি টলিউড তথা টেলিপাড়াতেও চলেছে গণপতির আরাধনা। টলি ও টেলিটাউনের তারকারা কেউ বা ঘরোয়া ভাবে আবার কেউ শুটিং সেটে আরাধনা করলেন বিঘ্নহর্তার। ধুমধাম করে বাড়িতে পুজো করেছেন রচনা বন্দ‍্যোপাধ‍্যায়ও (rachana banerjee)।

এই নিয়ে চতুর্থ বছরে পা দিল রচনার বাড়ির গণেশ পুজো। প্রতি বছর নিষ্ঠা সহকারে গণপতির পুজো করে আসছেন অভিনেত্রী সঞ্চালিকা। পুজো উপলক্ষে তাঁর বাড়িতে প্রতি বছর ভিড় জমে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের। এ বছরেও তার অন‍্যথা হল না। পরিবারের সদস‍্যরা এবং ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুদের নিয়ে গণপতির আরাধনা করলেন রচনা।

IMG 20210912 033630
এদিন পুজো উপলক্ষ‍্যে সম্পূর্ণ ট্র‍্যাডিশনাল বাঙালি সাজে সেজেছিলেন অভিনেত্রী। লাল পাড় সাদা শাড়ি, হালকা গয়না, লাল টিপ লিপস্টিকেই অপরূপা রচনা। নিজের সঙ্গে সঙ্গে গণেশকেও মালা, নতুন কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন তিনি। গণপতির পুজোর জায়গাটি রকমারি ফুল দিয়ে সাজিয়ে তুলেছিলেন রচনা। এদিন পুজোতে দেখা মিলল অভিনেত্রীর আদরের ছেলে প্রণীলেরও।

গণেশ পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করে রচনা লিখেছেন, ‘শুভ গণেশ পূজা। চতুর্থ বর্ষ… আশা করি সারা জীবন ধরে পুজোটা চালিয়ে যেতে পারব। গণেশ জি সকলকে আনন্দ ও সুস্বাস্থ‍্য দিন। গণপতি বাপ্পা মোরিয়া।’

https://www.instagram.com/p/CTqh72eBW99/?utm_medium=copy_link

এখন বড়পর্দায় দেখা না গেলেও অনুরাগীদের কাছে দিদি নাম্বার ওয়ান বলেই বেশি পরিচিত হয়ে উঠেছেন রচনা। জি বাংলার রিয়েলিটি শো দিদি নাম্বার ১ রচনাকে ছাড়া অসম্পূর্ণ একথা সকলেই স্বীকার করবে। সেই সূত্রে রচনাও হয়ে উঠেছেন সকলের প্রিয় দিদি‌।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর