বদলে গেল সঞ্চালক, ‘দিদি নাম্বার ওয়ান’এ দেখা যাবে না রচনাকে!

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘদিন ধরে ‘দিদি নাম্বার ওয়ান’এ (didi number one) সঞ্চালনার দায়িত্ব সামলে আসছেন অভিনেত্রী রচনা বন্দ‍্যোপাধ‍্যায় (rachana banerjee)। ছোটপর্দার এই দৈনিক রিয়েলিটি শো কে কল্পনাহীন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি। প্রথমে এক দুটি সিজনে অন‍্য সঞ্চালিকা দিয়ে শুরু হয়েছিল শো। এমনকি দেবশ্রী রায়ও সঞ্চালনায় হাত পাকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রচনা ছাড়া যেন দিদি নাম্বার ওয়ান অসম্পূর্ণ।

এত বছর এসে সেই সঞ্চালিকাই বদল হল। শো থেকে সরে দাঁড়ালেন রচনা। সঞ্চালনায় দায়িত্ব কাঁধে নিলেন সুদীপা চট্টোপাধ‍্যায় ও অভিনেতা সৌরভ দাস। আসলে সদ‍্য নিজের বাবাকে হারিয়েছেন রচনা। আচমকা এমন শোকে বিধ্বস্ত হয়ে পড়েছেন সদা হাস‍্যময় অভিনেত্রী। এমতাবস্থায় এখনি কাজে ফেরা সম্ভব নয় তাঁর পক্ষে। সে কারণেই কিছুদিনের জন‍্য সঞ্চালক বদলের সিদ্ধান্ত।

jpg 5 5
জি বাংলার তরফে দুটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে সুদীপা ও সৌরভকে দেখা গিয়েছে সঞ্চালনার দায়িত্ব সামলাতে। সুদীপাকে বলতে শোনা যায় রচনার পিতৃহারা হওয়ার কথা। যাতে দর্শকদের বিনোদনের ঘাটতি না পড়ে তাই তিনি ও সৌরভ সঞ্চালক হয়ে এসেছেন। এখন কদিন স্টুডিওতে নয়, বরং খোলা হাওয়ায় শুট হবে দিদি নাম্বার ওয়ান।

https://www.instagram.com/p/CWkdRZ1qlXl/?utm_medium=copy_link

শুরু হচ্ছে ‘পিকনিক পর্ব’। প্রতিযোগী হয়ে আসছেন ইধিকা পাল, প্রমিতা চক্রবর্তী, শ্রীমা ভট্টাচার্য এবং মানসী সেনগুপ্ত। ভিডিও দেখে ইতিমধ‍্যেই প্রশ্ন শুরু করেছেন নেটিজেনরা, রচনা কি শো ছেড়ে দিলেন? দিদিকে ছাড়াই দিদি নাম্বার ওয়ান হবে? একজন লিখেছেন, রচনা যদি শো ছেড়ে দেন তাহলে আর দেখবেনই না তিনি।

https://www.instagram.com/tv/CWkvXwTo6uG/?utm_medium=copy_link

সোমবার প্রয়াত হন অভিনেত্রী সঞ্চালিকার বাবা রবীন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায়। আচমকা এমন অঘটনে ভেঙে পড়েছিলেন রচনা। সোশ‍্যাল মিডিয়ায় ঘটনাটা জানাতে পর্যন্ত পারেননি তিনি। একটু শোক সামলে উঠে বাবার ছবি পোস্ট করে দুঃসংবাদটা জানিয়েছেন রচনা।

তিনি লিখেছেন, ‘আমার বাপি…ভাবিনি একদিন একা হয়ে যাবো। ভাবিনি তুমি চলে যাবে, এখনো অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সাথে আছে আমি জানি। থাকবো…. থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি’। রচনাকে সান্ত্বনা দিয়েছেন অনুরাগীরা। মৃত‍্যু সবসময়ই বেদনা দায়ক। রচনা আবার মনের জোর সঞ্চয় করে নতুন ভাবে শুরু করুন, এই কামনাই করেছেন নেটিজেনরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর