বাংলাহান্ট ডেস্ক: রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবং দিদি নাম্বার ওয়ান (Didi Number One) একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে। রচনাকে ছাড়া দিদি নাম্বার ওয়ানকে যেন ভাবাই যায় না। তাঁর সমসাময়িক অভিনেতা অভিনেত্রীদের অনেকেই এখনো কাজ করছেন বড়পর্দায়। কিন্তু রচনাকে আর সিনেমায় দেখা যায় না। বরং নিজের সবটুকু সময় ছোটপর্দাকেই দিয়েছেন তিনি। আরো স্পষ্ট ভাবে বললে জি বাংলার জনপ্রিয় নন ফিকশন শো দিদি নাম্বার ওয়ানকে।
কিন্তু কিছুদিনের জন্য এই শো থেকেই বিরতি নিয়েছিলেন রচনা। দিদি নাম্বার ওয়ানের সেটে দেখা যায়নি তাঁকে। পায়ে চোট পেয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন অভিনেত্রী। তবে গুরুতর কিছু হয়নি তাঁর। জানা যাচ্ছে, বাড়িতে শরীরচর্চা করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন রচনা। চিকিৎসকের পরামর্শ মেনেই চারদিন বাড়িতে বিশ্রাম নিয়েছেন তিনি। এখন অবশ্য আবার ব্যাক টু প্যাভিলিয়ন।
তবে এই কিছুদিনের বিরতির জন্য দিদি নাম্বারের ওয়ান শুটিং আটকায়নি। এর আগেও একবার দীর্ঘ বিরতি নিয়েছিলেন রচনা। পিতৃ বিয়োগ হওয়ার পর রীতিমতো ভেঙে পড়েছিলেন তিনি। ওই অবস্থায় তাঁর পক্ষে শুটিং করা সম্ভব ছিল না। ওই কিছুদিন রচনার বদলে সঞ্চালকের দায়িত্ব সামলেছিলেন সুদীপা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাস।
দীর্ঘ ১২ বছর ধরে চলছে এই শো। সেই ২০১০ সালে শুরু হয়েছিল দিদি নাম্বার ওয়ান। তখন পাড়ায় পাড়ায় গিয়ে দিদিদের সঙ্গে খেলা হত এই গেম শো। ধীরে ধীরে শোয়ের পরিসর বেড়েছে। এখন দিদি নাম্বার ওয়ান একটা ব্র্যান্ডের মতো। শহর থেকে প্রত্যন্ত গ্রাম, বাংলা তো বটেই, প্রবাসী মহিলারাও এই মঞ্চে এসে খেলে যান রচনার সঙ্গে।
প্রথমে এক দুটি সিজনে অন্য সঞ্চালিকা দিয়ে শুরু হয়েছিল শো। এমনকি দেবশ্রী রায়ও সঞ্চালনায় হাত পাকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রচনা ছাড়া যেন দিদি নাম্বার ওয়ান অসম্পূর্ণ।