রচনার সাথে যোগ রয়েছে রবীন্দ্রনাথের! অবাক হলেন? জানুন কী সেই সম্পর্ক

বাংলাহান্ট ডেস্ক : একাধিকবার সংবাদ মাধ্যমে অভিনেত্রী শর্মিলা ঠাকুর জানিয়েছেন যে তাঁকে অনেকে বহুবার জিজ্ঞাসা করেছেন যে তাঁর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনও যোগসূত্র রয়েছে কিনা? দুজনের পদবী ঠাকুর হওয়ায় এই প্রশ্ন অনেকের মনে আসতেই পারে। তবে আপনারা কখনো কল্পনা করেও দেখেছেন যে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগ সূত্র রয়েছে রবীন্দ্রনাথের?

তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। বাংলার পাশাপাশি অভিনয় করেছেন বলিউডেও। অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব, প্রথম শ্রেণীর বহু অভিনেতার সাথেই তিনি কাজ করেছেন। তবে জানেন রচনা আদতে রবীন্দ্রনাথের কন্যা? অবাক হলেন নিশ্চয়ই?

আরোও পড়ুন : ভোটের মুখে পেট্রোলের মূল্যে বড়সড় পতন! অনেকটাই কমল দাম, দেখুন আজকে কলকাতার রেট

রবীন্দ্রনাথ নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমে আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। তবে আমরা আজ কথা বলছি রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। কয়েক বছর আগে রবীন্দ্রনাথ বাবুর জীবনাবসান হয়েছে। রচনা চিরকালই খুব কাছের ছিলেন বাবার। বাবার অনুপ্রেরণাতেই রচনা হেঁটে এসেছেন এতটা পথ।

rachana banerjee didi no 1

অন্যদিকে, রবীন্দ্র রচনাবলী থেকেই কিন্তু নেওয়া হয়েছে রচনা নামটিও। একবার একটি অনুষ্ঠানে রচনা বলেছিলেন, অভিনেতা সুখেন দাস বদলে দিয়েছিলেন তাঁর নাম। আগে রচনার নাম ছিল ঝুমঝুম। এই নাম শুনে সুখেন দাস বলেছিলেন যে ঝুমঝুম নাম সিনেমায় চলবে না। সুখেন দাস রচনাকে বলেছিলেন, “ঝুমঝুম নামটা কিন্তু এক্কেবারেই চলবে না। লোকে বলবে, মুনমুন সেনের বোন। তাই নাম পাল্টাতেই হবে।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর