৪৬-এও উপচে পড়ছে গ্ল‍্যামার, খোলা হাওয়ায় চুল উড়িয়ে ভাইরাল ‘দিদি নং ১’ রচনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই ৪৬ এ পা দিয়েছেন অভিনেত্রী রচনা ব‍্যানার্জি (rachana banerjee)। জমকালো বার্থডে পার্টির জন‍্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। ‘চামেলী’র সাজে সেজে মোহময়ী রূপে জন্মদিনের রাতে ধরা দিয়েছিলেন রচনা।

এবার ফের কিছু ছবি নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন রচনা। শীতের মিঠে রোদ গায়ে মেখে খোলা হাওয়ায় চুল ওড়াতে দেখা গিয়েছে তাঁকে। গাড়িতে যেতে যেতে খোলা জানলা দিয়ে আসা হাওয়ায় উড়ছে চুল, হালকা মেকআপে মিষ্টি হাসি নিয়ে ক‍্যামেরাবন্দি হয়েছেন রচনা।


এর আগে মেরুন রঙের শাড়ি, সবুজ ব্লাউজ, মাথার খোপায় হলুদ ও কমলা রঙের গাঁদার মালা লাগিয়ে ‘চামেলী’ রূপে নিজের জন্মদিনের পার্টি মাত করেন ‘দিদি নং ১’ রচনা। পার্টিতে বিশেষ আকর্ষণ ছিল অভিনেত্রীর নাচ। সুপারহিট হিন্দি গান ‘মানালি ট্রেন্স’ এর তালে উদ্দাম নাচতে দেখা যায় রচনাকে।

https://www.instagram.com/p/CI1_B09hNVO/?igshid=af9vsf273exx

গানের তালে দুরন্ত শরীরী হিল্লোল, পেলব কোমরের ঝটকায় রচনার দিক থেকে চোখ ফেরানো মুশকিল। তিনি যে নাচে অত‍্যন্ত পারদর্শী তা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। দিদি নং ওয়ান সহ বহু বারই তাঁর নাচের দক্ষতার প্রমাণ পাওয়া গিয়েছে।

https://www.instagram.com/p/CIyfTVGhGdl/?igshid=u5uk1zdqb6x8

অভিনেত্রী যে ৪৬ এ পড়লেন তা তাঁর নাচ দেখে কারোরই বলার উপায় নেই। নেটিজেনরা অবাক হয়ে যান রচনাকে এই রূপে দেখে। বলা বাহুল‍্য তাঁর ভিডিওটিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই হু হু করে ভাইরাল হয়ে যায়।

https://www.instagram.com/p/CHVuxKGBr0-/?igshid=3t3n0cjt1ndk

প্রসঙ্গত, এক সময় বাংলা সহ ওড়িয়া ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রীতিমতো রাজত্ব করেছেন রচনা ব‍্যানার্জি। তবে এখন খুব বেছেবুছেই বাংলা ছবি করতে দেখা যায় তাঁকে। কিন্তু বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নং ১ যেন রচনাকে ছাড়া ভাবাই যায় না।

X