হায় গরমি! ক‍্যাম্প ফায়ারের সামনে হিন্দি গানে উত্তাল নাচ রচনার, চরম ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই ৪৬ এ পা দিয়েছেন অভিনেত্রী রচনা ব‍্যানার্জি (rachana banerjee)। জমকালো বার্থডে পার্টির জন‍্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। ‘চামেলী’র সাজে সেজে মোহময়ী রূপে জন্মদিনের রাতে ধরা দিয়েছিলেন রচনা।

এবার একটি নাচের (dance) ভিডিও (video) শেয়ার করেছেন রচনা। ক‍্যাম্প ফায়ারের সামনে জনপ্রিয় হিন্দি গান (hindi song) ‘গরমির’ তালে তুমুল নাচতে দেখা গেল রচনাকে। নীল স্ট্রাইপ সোয়েটার, ডেনিমে কোমরের ঝটকায় কাবু নেটপাড়া। রচনা যেন সত‍্যি সত‍্যিই শীতের রাতে উষ্ণতা অনেকটাই বাড়িয়ে দিলেন। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।


বড়দিনে ছেলে প্রণীল ও বন্ধুবান্ধবদের সঙ্গে জমিয়ে পিকনিক করেন অভিনেত্রী রচনা ব‍্যানার্জি। করোনা আবহে বাড়িবন্দি হয়ে না থেকে একটা গোটা দিন চুটিয়ে উপভোগ করেন সবার সঙ্গে। রচনার খ্রিস্টমাস সেলিব্রেশনের ছবি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CJQfXqwBYNd/?igshid=1xll1vnt9q7n6

ইবিজা দ‍্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা তে পিকনিক করতে গিয়েছিলেন রচনা। সেখানেই ছেলে প্রণীলকে জড়িয়ে ধরে ক‍্যামেরা বন্দি হন অভিনেত্রী। প্রণীলের হাতে ধরা ব‍্যাট বল। বেশ বোঝা যাচ্ছে, পিকনিকে ক্রিকেট খেলায় মেতেছে সে। একমাত্র ছেলেকে আদরে স্নেহে ভরিয়ে দিয়েছেন রচনা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি আমার ছেলে, আমার চাঁদ, আমার তারা’।

https://www.instagram.com/p/CJOtsszBB1N/?igshid=1v855k3uassk7

বন্ধুদের গোটা দলের সঙ্গে ফ্রেম বন্দি হন রচনা। এদিন হালকা বেগুনি রঙের জগার ড্রেসে দেখা গেল রচনাকে। স‍্যান্টা টুপি পরেও সেলফি তুলেছেন তিনি। সব ছবিই অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন রচনা।

সম্প্রতি রচনার একটি নাচের ভিডিও তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। লঞ্চের উপর ইংরেজি গানের তালে চুটিয়ে কোমর দোলাতে দেখা যায় অভিনেত্রীকে। রচনা যে নাচে অত‍্যন্ত দক্ষ তার প্রমাণ বহুবারই মিলেছে। দিদি নং ওয়ানের মঞ্চেও প্রতিযোগী ও অতিথিদের সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা যায় রচনাকে।

 

View this post on Instagram

 

A post shared by Rachna Banerjee (@rachnabanerjee)

X