ভীড়ের মাঝেই রচনার সাথে যা করলেন কাঞ্চন! নিমেষে ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একজন তৃণমূল সংসদ তো অপরজন তৃণমূল বিধায়ক। যদিও তাঁদের রয়েছে আরও একটি বিশেষ পরিচয়। বাংলা বিনোদন জগতের জনপ্রিয় তারকা তাঁরা। কথা হচ্ছে রচনা বন্দোপাধ্যায় (Rachna Banerjee) এবং কাঞ্চন মল্লিককে নিয়ে। বর্তমানে দুজনেই একই রাজনৈতিক দলের সদস্য হলেও, অভিনয়ের সুবাদেই তাঁদের পরিচয়টা বেশ পুরনো।

ভাইরাল রচনা বন্দোপাধ্যায় (Rachna Banerjee) এবং কাঞ্চন মল্লিকের ভিডিও

আরজিকর পর্বে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দুজনেই। এহেন দুই পুরনো বন্ধুকেই গতকাল দেখা গেল কিফ অর্থাৎ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানের আফটার পার্টিতে। সেখান থেকেই প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি এক মুহূর্ত।

ভিডিওডেতে দেখা যাচ্ছে KIFF এর আফটার পার্টিতে আড্ডা দিতে ব্যস্ত টলিপাড়ার একঝাঁক সুন্দরীদের দল। তাঁদের মধ্যেই একদিকে রয়েছেন সন্দীপ্তা সেন, তৃণা সাহা,ইশা সাহা আর অন্যদিকে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্র এবং রচনা বন্দোপাধ্যায় (Rachna Banerjee)। যাকে বলে একেবারে চাঁদের হাট।  সেজেগুজে প্রত্যেকেই হাজির হয়েছেন একেবারে অন্য মেজাজে।

এরইমধ্যে দৃশ্যে হাজির কাঞ্চন মল্লিক। এসেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, লাভলি মৈত্রদের সাথে কথা বলতে ব্যস্ত রচনার হাত ধরে হ্যাঁচকা টান দেন তিনি। আর এভাবেই এদিন একসাথে ধরা দিলেন রচনা এবং কাঞ্চন। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে পড়ে তাঁদের ভিডিও। একসময় একসাথে একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। রচনা সঞ্চালিত জনপ্রিয় রিয়্যালিটি শো-এ অনেক বার অতিথি হিসাবে দেখা গিয়েছে কাঞ্চনকে।

আরও পড়ুন: ‘ফুলকি’ অতীত! ‘মিত্তির বাড়ি’ আসতেই TRP-তে ওলটপালট সব! নতুন বেঙ্গল টপার কে জানেন?

প্রসঙ্গত প্রত্যেক বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে উত্তেজনা থাকে তুঙ্গে। তবে অন্যান্যবারের তুলনায় এবারের চলচ্চিত্র উৎসব অনেকটাই ফিকে। কমেছে জাঁকজমক। প্রত্যেকবছর কলকাতার তারকাদের পাশাপাশি কিফ-এর মঞ্চে থাকে বলিউড তারকাদের ভীড়। আগের বছর পর্যন্তও এই  মঞ্চে দেখা গিয়েছিল শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কাজল, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর-সহ আরও অনেককই।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

কিন্তু এ বছর বলিউড থেকে শুধুমাত্র উপস্থিত হয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। আর টলি তারকাদের মধ্যে দেখা গেল দেব, রুক্মিণী, যিশু সেনগুপ্ত থেকে রচনা বন্দ্যোপাধ্যায়,পাওলি দাম,কৌশানী মুখোপাধ্যায়, নীল,তৃণা সহ টলিপাড়ার নতুন বাবা কাঞ্চন মল্লিককেও।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X