রাজনীতি-আরজিকর এর মিলিত কোপ, রচনার থেকে মুখ ফেরাল দর্শক, দিদি নাম্বার ওয়ান এর কী হবে?

বাংলাহান্ট ডেস্ক : হু হু করে নম্বর কমছে ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One) এর। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই রিয়েলিটি শো দীর্ঘদিন ধরে চলে আসছে বাংলা টেলিভিশনে। দেখতে দেখতে দশটি সিজন হয়ে গিয়েছে দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর। আর এই শোয়ের কার্যত অবিচ্ছিন্ন অংশ হলেন রচনা। সিজনের পর সিজন ধরে সফল ভাবে এই শোয়ের সঞ্চালনা করে আসছেন তিনি। কিন্তু এবার দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর কমতে থাকা টিআরপি প্রশ্ন তুলে দিয়েছে রচনার সঞ্চালনা নিয়েই।

ভালো টিআরপি পায় দিদি নাম্বার ওয়ান (Didi Number One)

প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ছটার স্লটে সম্প্রচারিত হয় দিদি নাম্বার ওয়ান (Didi Number One)। আর রবিবার হয় এক ঘন্টার সানডে ধামাকা পর্ব। প্রতিদিনের ক্ষেত্রে টিআরপি তুলনামূলক কম থাকলেও দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর সানডে ধামাকা পর্বের টিআরপি ছাপিয়ে যায় অন্য সব রিয়েলিটি শো গুলিকেই। বরাবর দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর টিআরপিই প্রথম স্থানে থাকতে দেখা গিয়েছে। কিন্তু সম্প্রতি তাল কেটেছে শোয়ের।

   

আরো পড়ুন : উফ কী লাগছে! ইতালি থেকে ফাঁস ‘ওয়ার ২’ এর শুটিং, হৃতিককে দেখেই কুপোকাত নেটপাড়া

আচমকা কমল টিআরপি

গত সপ্তাহেও টিআরপিতে তেমন হেরফের দেখা যায়নি দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর। কিন্তু চলতি সপ্তাহে টিআরপির এক ধাক্কায় পতন সকলেরই নজরে পড়েছে। এমনিতেই আগের তুলনায় দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর টিআরপি যে অনেকটাই কমেছে তা বিগত এক মাসের তালিকা দেখলেই টের পাওয়া যাচ্ছে। তবে কি রচনার রাজনীতিতে যোগ দেওয়া এবং তার পরবর্তী ঘটনাক্রমই প্রভাব ফেলল টিআরপিতে?

আরো পড়ুন : একসঙ্গে বহু সুপারহিট গান, এবার বন্ধুত্ব ভেঙে খান খান! এই সামান্য কারণেই বিবাদ শ্রেয়া-সোনুর

রচনার রাজনীতিই কি কারণ?

সঞ্চালনা থেকে সটান রাজনৈতিক জগতে পা রেখেছেন রচনা। তিনি এখন একজন সাংসদও বটে। অনেকেই মনে করেছিলেন, রচনা রাজনীতিতে পা রাখতে দিদি নাম্বার ওয়ান (Didi Number One) হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু রচনা স্পষ্ট জানিয়েছিলেন, দিদি নাম্বার ওয়ান (Didi Number One) শেষ হচ্ছে না। তিনি আগে যেমন প্রচার সামলে শো করেছেন, এখনো তেমনটাই করবেন। তবে সাংসদ হওয়ার পরেও সমালোচনার মুখে পড়তে হয়েছে রচনাকে। আরজিকর কাণ্ডে তাঁর প্রতিক্রিয়া ক্ষোভের সঞ্চার করেছিল জনমানসে। তারই কি সম্মিলিত ফলাফল এই টিআরপি পতন? দিদি নাম্বার ওয়ান (Didi Number One) কি বন্ধ হয়ে যেতে পারে?

Didi Number One

শোয়ের সঙ্গে এক যুক্ত এক ব্যক্তি অবশ্য বলেন, টিআরপির ওঠানামা লেগেই থাকে। এর সঙ্গে জনপ্রিয়তা কমার কোনো যোগসূত্র নেই। বরং তাঁদের কাছে এখনো একগুচ্ছ ফর্ম জমা পড়ছে প্রতিদিন। আসলে দিদি নাম্বার ওয়ানে বিভিন্ন জায়গা থেকে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ আসে। মধ্যবিত্ত বাড়ির মহিলাদের কাছে এই শোয়ের বেশ জনপ্রিয়তা রয়েছে, যা রচনার রাজনৈতিক পরিচয়ের কারণে কমবে না বলেই মনে করছেন শোয়ের সঙ্গে যুক্ত মানুষজন।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর