বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) রাজ্যের শাসক দোল তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী তালিকায় নিঃসন্দেহে সবচেয়ে বড় চমক ছিলেন বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ তথা অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায় (Rachna Banerjee)। যদিও রচনা তৃণমূলের হয়ে হুগলি কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর পর নানা সময়ে বেঁফাস মন্তব্য করে ব্যাপক ট্রোলড হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
প্রথম দিন ভোটের প্রচারে বেরিয়ে হুগলিতে শিল্প কলকারখানার প্রচুর ধোঁয়া দেখেছিলেন অভিনেত্রী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেই হাসির পাত্র হয়েছিলেন আমি জনতার। এখানেই শেষ নয় তারপরেও ভোটের প্রচারে বেরিয়ে নানা সময়ে নানা বেফাঁস মন্তব্য করতে শোনা গিয়েছে রচনাকে।
প্রসঙ্গত আগামী সোমবার রচনার কেন্দ্রে ভোট। তাই শনিবারই তাঁর প্রচারের শেষ দিন। তাই সকলের কৌতূহল প্রথম দিন ভোটের প্রচারে বেরিয়ে ধোঁয়া দেখার পর শেষ দিনের প্রচারে বেরিয়ে কি দেখলেন তৃণমূল প্রার্থী? নির্বাচনী প্রচারের শেষ দিন সকাল থেকেই হুড খোলা গাড়িতে চেপে পান্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙা থেকে রোড শো শুরু করেন রচনা।
বৈঁচি বাজার আলিপুর বৈঁচিগ্রাম হয়ে বৈঁচিগ্রাম স্টেশনে এসে শেষ হয় সেই রোড শো। আর এদিন বিকালে তিনি প্রচার করবেন হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায়। শেষ দিনের প্রচারে এসে রচনা জানান, দেড় মাস ধরে তাঁর প্রচার চলছে। সেইসাথে তৃণমূল প্রার্থী রচনা এদিন জানান দু’ দিন আগে বৈঁচিতে প্রচারে যাওয়ার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়ে ওঠেনি।
আরও পড়ুন: ভোটের মুখেই জোর ধাক্কা তৃণমূলে! সুদীপ গড়ে একসাথে দল ছাড়লেন শতাধিক কর্মী
যা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে নাকি ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তাই এই সমস্যার সমাধান দিতে গিয়ে খানিক রসিকতা করেই এদিন রচনা বলেন, ‘আমাকে দু টুকরো করে দিলে ভাল হয়। তাহলে আমি সব জায়গায় পৌঁছতে পারি। না হলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সব জায়গায় পৌঁছনো। সবাই আশা করছে কিন্তু কিছু করার নেই। গাড়ি দাঁড় করিয়ে দেয় সবার সাথে হাত মেলাতে হয় সেই কারণে হয়ত পৌঁছতে পারিনি। ওই জন্য আজ সকালে এসে সেখানে প্রচার করলাম।’
ভোটের প্রচারে প্রথম দিন সিঙ্গুরে গিয়ে রচনা বলেছিলেন তিনি নাকি শিল্পের ধোঁয়া দেখেছেন। আর আজ শেষ প্রচারের দিনে কি দেখলেন রচনা? রচনা বলেন,’আজ ধোঁয়ার জায়গায় নেই। আমি আজ শুধু মানুষের হাসি মুখ দেখতে পেলাম। যাই হোক না কেন প্রচুর মানুষের ভালোবাসা নিয়ে ফেরত যাব।’