বাংলা হান্ট ডেস্কঃ অভিনয়ের সূত্রেই বিনোদন জগতের সাথে দীর্ঘদিনের পরিচিতি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee)। তবে এবার তিনি একেবারে অন্য ভূমিকায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর হয়েছেন হুগলির সাংসদ। অভিনেত্রী থেকে এখন জননেত্রী রচনা। মানুষের সেবার কাজেই ব্রতী হয়েছেন তিনি।
বিরোধীদের কটাক্ষের মুখে তৃণমূলনেত্রী রচনা (Rachna Banerjee)
মাত্র কয়েক মাস হল রাজনীতির ময়দানে হাতেখড়ি হয়েছে তাঁর। এরই মধ্যে নানা সময়ে বেফাঁস মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছেন রচনা (Rachna Banerjee)। তবে অধিকাংশ ক্ষেত্রেই প্রশংসার তুলনায় সমালোচনাই কুড়িয়েছেন বেশি। আর এসবের মধ্যেই এই তৃণমূল নেত্রীর মুখে এবার শোনা গেল রাজ্যের বিরোধী দলের নেতা-মন্ত্রীদের মনের কথা।
রাজ্যের চিকিৎসা ব্যবস্থার বেহাল দশা নিয়ে ইতিপূর্বে সরব হয়েছেন বিরোধীরাও। শহর লাগোয়া বিভিন্ন জেলাগুলির চিকিৎসা পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। বিশেষত বিভিন্ন জেলার হাসপাতাল গুলিতে যে চিকিৎসকের অভাব রয়েছে সেই অভিযোগ উঠেছে বহুবার। হাসপাতাল থাকলেও চিকিৎসকের অভাবে রোগীরা যেভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কিংবা জেলায় জেলায় চিকিৎসা না পেয়ে শহরে যাওয়ার পথে মৃত্যু ঘটছে তাদের, এবার সেই বিষয়েই আক্ষেপের কথা শোনা গেল খোদ তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachna Banerjee) মুখে।
সোমবার নিজের কেন্দ্র হুগলিতে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রচনা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বড় বড় অনেক হাসপাতাল রেডি আছে। কিন্তু সেখানে ডাক্তারের অভাব।’ কিন্তু কেন? এ প্রসঙ্গে রচনার দাবি অধিকাংশ চিকিৎসকরাই এখন শহরকেন্দ্রিক হয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: ‘এগিয়ে বাংলা, জঙ্গি এক্সপোর্ট করতে সফল মুখ্যমন্ত্রী’! মমতাকে যা বললেন সুকান্ত মজুমদার
তাই এদিন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেছেন তারা যেন এবার জেলার হাসপাতাল গুলির দিকে একটু নজর দেন। রচনার কথায়, ‘সেই তো মানুষকে কলকাতাতেই ছুটে যেতে হচ্ছে। আর যেতে যেতেই রাস্তায় মৃত্যু হচ্ছে অনেকের।’ আর এবার তৃণমূলনেত্রী রচনার করা এই মন্তব্যের সূত্র ধরেই তাঁকে তীব্র কটাক্ষ করলেন বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষের কথায় তারা এই একই কথা বহুবার বলেছেন।
আর এদিন সরাসরি রচনাকে কটাক্ষ করে তিনি প্রশ্ন ছুঁড়েছেন, ‘উনি জানেন তো উনি এখন কোন দলে আছেন?’ সেই সাথে চিকিৎসকদের নিয়ে প্রশ্ন না তুলে সামগ্রিক চিকিৎসা পরিকাঠামোকে নিয়ে প্রশ্ন তোলা উচিত বলে মন্তব্য করেছেন ওই বিজেপি নেতা। এছাড়া এদিন এই একই সুরে কথা বললেন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়-ও। রচনার উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘অবশেষে একটা সত্যি কথা বলেই ফেললেন রচনা। সামগ্রিক পরিঠামো ভেঙে পড়েছে। চারিদিকে চূড়ান্ত অরাজকতা চলছে।’