‘কেউ না শুনলে আমি আছি তো..,’ বছরে ১২ বার হুগলি যাওয়ার ‘বিরাট’ ঘোষণা সাংসদ রচনার

বাংলা হান্ট ডেস্ক: প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi No 1) রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। ২০২৪ এর লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে প্রায় ৫০-হাজার ভোটে জয়লাভ করেছেন রচনা। ভোটের প্রচারে এসে তিনি হুগলি বাসির উদ্দেশ্যে বলে গিয়েছিলেন ‘জিতলে আপনাদের পাশে থাকবো’।

আর নির্বাচনে জয়লাভ করার পর হুগলির এই নবনির্বাচিত সাংসদ শুক্রবার এসেছিলেন পাণ্ডুয়ায় আদিবাসীদের এক অনুষ্ঠানে। প্রসঙ্গত হুগলিতে রচনার সামনে কার্যত ধরাশায়ী হয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যদিও ভোটের প্রচারে বিরোধীরা কটাক্ষের সুরে বলেছিলেন রচনা ভোটে জিতলেও তাঁকে এলাকাবাসী কাছে পাবেন না। তিনি নাকি ‘দিদি নম্বর ওয়ান’ শুটিংয়ে ব্যস্ত থাকবেন।

তবে রচনা এই অভিযোগ মিথ্যে প্রমাণ করতে মরিয়া। তাই ভোটে জিতে অভিনেত্রী ঘোষণা করেছিলেন, তারকা সাংসদেরা কেমন কাজ করেন, সেটা এ বার তিনি বাংলার মানুষকে দেখিয়ে দেবেন। শুক্রবার পাণ্ডুয়ার দমদমা ফুটবল মাঠে আদিবাসী সংগ্রামীদের মূর্তি উদ্বোধন করতে এসে রচনা জানান, বিরোধীদের  সেই ‘কুৎসা’ তিনি মিথ্যা বলে প্রমাণ করবেন।

আরও পড়ুন: একসাথে ‘হাপিশ’ সরকারি কর্মীদের ৩০০ কোটি! অবশেষে বেতন নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এদিনের অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘মাসে অন্তত এক দিন আপনারা আমাকে পাবেন। যদি আপনারা মনে করেন যে আপনাদের কাজ হচ্ছে না, ঠিক জায়গায় পৌঁছতে পারছেন না কিংবা, আপনাদের কথা কেউ শুনছেন না, আপনারা আমার জন্য অপেক্ষা করবেন। আমি যে দিন আসব, সে দিন আমার কাছে আসবেন। আমি আপনাদের প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলব এবং প্রত্যেকের সুবিধা-অসুবিধা দেখব। কথা দিয়ে গেলাম।’

Rachna 1 1

এদিন গোপালনগর সিধো-কানহো জাহের থান খেরওয়াল গাঁওতার পরিচালনায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের সহযোগিতায় দমদমা ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় সাঁওতাল বিদ্রোহের আট বীর শহিদের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করতে এসেছিলেন রচনা। সেখানে হাজির  ছিলেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র-সহ পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির সদস্যেরাও।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর