‘মানুষের সুবুদ্ধি ফিরুক, গালাগালি যেন কম দেয়!’ মা দুর্গার কাছে প্রার্থনা নিয়ে বিস্ফোরক রচনা 

বাংলা হান্ট ডেস্ক : বাংলা ইন্ডাস্ট্রি প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। একটা সময় বাংলা সিনেমার দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন রচনা (Rachna Banerjee)। এখন যদিও বড় পর্দায় আর সেভাবে দেখা যায় না অভিনেত্রীকে (Rachna Banerjee)। এখন ছোটপর্দার দর্শকদের কাছে তিনি দিদি নাম্বার ওয়ান নামেই পরিচিত।

রচনা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজোর (Rachna Banerjee) প্ল্যান

জি বাংলার এই জনপ্রিয় রিয়ালিটি শো সঞ্চালনা করেই  দর্শকমহলে ব্যাপক খ্যাতি পেয়েছেন রচনা। কিন্তু ইদানীং রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে চর্চায় রচনা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জিতে জনপ্রতিনিধি হিসাবে নতুন দায়িত্ব পালনে ব্যস্ত রচনা। যদিও রাজ্যের এই অশান্ত পরিস্থিতির মধ্যেই বিদেশ সফরে গিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী।

জন্মদিন উপলক্ষ্যে ব্যস্ত শিডিউল থেকে ছুটি নিয়েই ঘুরতে গিয়েছেন রচনা। আর সেই ছবি দেখেই সোশ্যাল মিডিয়ায় ধেয়ে আসে একের পর এক কটাক্ষ। কেউ লিখেলছিলেন, ‘এই সময় ঘুরতে যেতে ইচ্ছা হল!’ আবার কারও প্রশ্ন ছিল, ‘আপনার ছবিগুলো পোস্ট করতে অস্বস্তি বোধ হল না?’

তবে অন্যান্য বছরের তুলনায় এবছর এই তারকা সংসদ রচনা ব্যানার্জীর  দুর্গা পুজোটা একেবারে আলাদা। সম্প্রতি এপ্রসঙ্গে আন্দবাজার অনলাইনে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলেছেন, ‘আমি যে খুব একটা প্যান্ডেল হপিং করি সেটা নয়। আগে তাও একটু সময় পেলে প্যান্ডেলে গিয়ে বসতাম, আড্ডা দিতাম। এবার খালি বিশ্রাম আর ঘুম। আমার কাছে আমার জেলা খুবই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন : ‘চড় মারতে ইচ্ছে করছে…’ ট্রোলিংয়ের পরেই হঠাৎ কেন ক্ষেপে গেলেন নুসরত?

এরপরেই এদিন জনপ্রতিনিধি রচনা নিজের পুজো প্ল্যান নিয়ে বললেন, ‘এবার আমি জনপ্রতিনিধি, এটা নতুন। তবে জীবনে যে অনেক বদল এসেছে সেটা নয়। কিন্তু এখন মানুষের কথা ভাবতে হচ্ছে। পুজোর আগে আমার জন্মদিনের সময়টা একটু ভিয়েতনাম যাচ্ছি। পুজোর আগেই চলে আসব। ষষ্ঠীর দিন হুগলি যাব। বিজয়া দশমীর দিন ওখানে বিজয়া করতে যাব। বাকি দিন বাড়িতেই থাকব। আবাসনে পুজো হয় ওখানে ভোগ খেতে যাব। সিরিজ সিনেমা যেগুলো পেন্ডিং আছে ওগুলো দেখব।’

Rachna Banerjee

সেইসাথে রচনা আরও লিখেছেন, ‘চারিদিকে যে খারাপ আবহাওয়া চলছে সেটা যেন দূর হয়ে যায়। মানুষের সুবুদ্ধি যেন ফিরে আসে। ভালো কথা বলে, গালাগালি কম দেয়। একে অন্যের জন্য ভালো চিন্তা করে। সবাই ভালো থাকুক।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর