বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগৎ থেকে সম্প্রতি রাজনীতির দুনিয়ায় পা রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। লোকসভা নির্বাচনের আগে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। প্রথম বারেই হুগলি লোকসভা ভোটে জিতে সাংসদও হয়েছেন রচনা (Rachna Banerjee)। কিন্তু ট্রোলিং তাঁর পিছু ছাড়ছে না। কখনো প্রচারে বেরিয়ে অদ্ভূত মন্তব্য করে, কখনো আবার চোখে কাজল দিয়ে বিচার চাইতে এসে সমালোচনার শিকার হয়েছেন তিনি। আর এবার ফের আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুললেন রচনা (Rachna Banerjee)।
মেলায় ঘুরে শাড়ি কিনলেন রচনা (Rachna Banerjee)
চুঁচুড়া মাঠে শুরু হয়েছে রাজ্য সরকারের ৩৯ তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা। সাংসদ রচনা (Rachna Banerjee) উদ্বোধন করেন সেই মেলার। ঘুরে ঘুরে শাড়ি, সালোয়ার কামিজ, ব্যাগ, গামছাও কিনতে দেখা যায় তাঁকে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন, আরজিকর এর ঘটনার ১ মাস অতিক্রান্ত। এবার পুজোয় ফিরতে, উৎসবে ফিরতে। মুখ্যমন্ত্রীর কথা মেনেই শুরু হয়ে গেল রচনার (Rachna Banerjee) প্রাক পুজো উদযাপন?
আরো পড়ুন : মাত্র ১৮ বছর বয়সেই… বাবা ধর্মেন্দ্রর বিরুদ্ধে বিষ্ফোরক মেয়ে এষা
মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে কী বললেন সাংসদ
মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরা’ মন্তব্য নিয়ে রচনা (Rachna Banerjee) বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তথা তৃণমূলের সদস্যরা মনে করেন, দিদি যা বলেন, চিন্তা ভাবনা করেই বলেন। পুজো অবশ্যই হওয়া দরকার। কারণ পুজো তো শুধু আনন্দ নয়, এর সঙ্গে বহু মানুষের রুজি রোজগার জড়িয়ে রয়েছে। যারা মণ্ডপ তৈরি করেন, তারা এর পেছনে কতটা শ্রম দেন। উৎসবে অনেকের রোজগারে সংসার চলে, তাই সেটা ভুলে গেলে চলবে না।
আরো পড়ুন : ‘বাঙালি হিসেবে গর্বিত, কলকাতাকে নিয়ে নয়’, শহরের দুরবস্থার কারণ নিয়ে বিষ্ফোরক অভিজিৎ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে সরব রচনা
বিগত এক মাসেরও বেশি সময় ধরে বিচারের দাবিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। গত চারদিন ধরে রোদ জল উপেক্ষা করে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন তাঁরা। এখনো পর্যন্ত বেরোয়নি কোনো সমাধান সূত্র। রচনা (Rachna Banerjee) বলেন, তিনি সবসময়ই জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন। কারণ তাঁরা সকলেই বিচার চাইছেন। দোষী যাতে শাস্তি পায় তার জন্যই এই প্রতিবাদ আন্দোলন। স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁদের পাশে রয়েছেন।
একই সঙ্গে রচনা এও বলেন, চিকিৎসকদের কর্মবিরতির জেরে অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। অনেক মানুষ মারা যাচ্ছেন। অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে। সাধারণ মানুষের কথা ভেবে দেখলে ভালো হয়। রচনার আবেদন, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরে আবেদন করুন।