বাংলাহান্ট ডেস্কঃ ভিন্ন সম্প্রদায়ের হয়েও মেয়ের বিয়ের কার্ডে (Wedding card) হিন্দু (Hindu) দেবদেবীর ছবি ছাপালেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেরঠের হস্তিনাপুর এলাকা এক বাসিন্দা মহম্মদ সারাফত। আগামী ৪ ঠা মার্চ সারাফতের মেয়ে আসমা খাতুনের বিয়ে। এই বিয়েতে নিমন্ত্রিত ব্যক্তিদের জন্য তৈরি করা কার্ডে রাধাকৃষ্ণ এবং গণেশের ছবি ছাপালেন তিনি।
সাম্প্রদায়িক দাঙ্গার জেরে দিল্লী (Delhi) এখন উত্তপ্ত। পরিস্থতি হাতের বাইরে চলে যাওয়ায় জারী করা হয় কার্ফু। আহত হয়েছেন বহু মানুষ এবং নিহত হন প্রায় ৪০ জন। ঘরবাড়ি, দোকানপাট, প্রিয়জন ছাড়া হয়েছেন অনেকে। আর এরই মধ্যে উত্তরপ্রদেশে নিজের মেয়ের বিয়ের কার্ডে হিন্দু দেবদেবীর ছবি ছাপিয়ে নজির গড়লেন মহম্মদ সারাফত। মেয়ে আসমা খাতুনের বিয়ের কার্ডে মুসলিম (Muslim) রীতি অনুযায়ী চাঁদ মুবারক লেখার পাশাপাশি রাধাকৃষ্ণ এবং গণেশ ঠাকুররে ছবিও ছাপালেন তিনি। সমাজের চোখ রাঙ্গানিকে উপেক্ষা করা তাঁর এই কাজে সকলেই বাহবা দিচ্ছেন।
মেয়ের বিয়ের কার্ড প্রসঙ্গে তিনি বললেন, ‘এখন চারিদিকে বিভাজনের পরিবেশ। সাম্প্রদায়িক ঘৃণার ফলে হিংসা ছড়াচ্ছে চারিদিকে। এই পরিস্থিতিতে হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমার এই উদ্যোগ গ্রহণ। এবং এটা খুব জরুরী বলেও আমি মনে করি। এ বিষয়ে আমার বন্ধুরা আমাকে খুব উৎসাহ দেখিয়েছে। এই তাঁদের ইতিবাচক মন্তব্য আমাকে খুব সাহস জুগিয়েছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, মেরঠের হস্তিনাপুর (Hastinapur) এলাকার বাসিন্দা মহম্মদ সারাফাত অত্যন্ত একজন ভাল মনের মানুষ। সম্প্রতি তাঁর এই কর্মকাণ্ডে সবাই তাঁর খুব প্রশংসা করছেন। আগামী ৪ মার্চ সারাফতের মেয়ে আসমা খাতুনের বিয়ে। বিয়েতে নিমন্ত্রিতদের নিমন্ত্রণ করার জন্য বিয়ের কার্ডে তিনি ইসলাম রীতি মেনে চাঁদ মুবারক লেখার পাশাপাশি রাধাকৃষ্ণ ও গণেশের ছবি ছাপিয়েছেন। মেয়ের বিয়ের কার্ডের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ার সারাফতের এই অভিনব উদ্যোগ সকলের কাছেই খুব প্রশংসনীয়।